রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় থাকছে না পোষ্য কোটা

২৬ জানুয়ারি ২০২৫, ০২:৪৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। ভর্তি উপকমিটি ও ভর্তি কমিটির পৃথক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রবিবার (২৬ জানুয়ারি) বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান।

এ বিষয়ে মো. কামরুজ্জামান বলেন, আজকের মিটিংয়ে পোষ্য কোটা না রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ ছাড়া প্রাথমিক আবেদনের তারিখ নির্ধারিত হয়েছে এবং ফি কমানো হয়েছে। পোষ্য কোটা যেহেতু প্রাতিষ্ঠানিক সুবিধা, তাই এই সুবিধা কীভাবে কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, স্থগিত হওয়া ভর্তি কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ ভর্তি উপকমিটি ও ভর্তি কমিটির পৃথক দুটি সভা হয়। সকাল ১০টায় ভর্তি উপকমিটির মিটিং এবং বেলা সাড়ে ১১টায় ভর্তি কমিটির সভা হয়। সেখানে এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

চব্বিশ প্রমাণসহ নাহিদের আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অভিয…
  • ২৮ জানুয়ারি ২০২৬
এটুআই প্রোগ্রামের সঙ্গে সমঝোতা স্মারক, ক্যাশলেস হচ্ছে বিএমইউ
  • ২৮ জানুয়ারি ২০২৬
এনএসইউর স্কুল অব হিউম‍্যানিটিজ অ‍্যান্ড সোশ্যাল সায়েন্স আন…
  • ২৮ জানুয়ারি ২০২৬
১৪ বছর পর ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে কাল
  • ২৮ জানুয়ারি ২০২৬
অবশেষে বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • ২৮ জানুয়ারি ২০২৬
গণভোট বিষয়ে প্রচারণায় কিশোরগঞ্জে ‘ভোটের গাড়ি’
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage