জাবি ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ১৪৫ ভর্তিচ্ছু

২৫ জানুয়ারি ২০২৫, ০৩:৫৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৮১৪টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৬২ হাজার ৪৫০ জন শিক্ষার্থী। এ হিসাবে প্রতিটি আসনে লড়বেন ১৪৫ শিক্ষার্থী।

আজ শনিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা তথ্যটি নিশ্চিত করেন।

এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি আবেদন পড়েছে ‘ডি’ ইউনিটে। ‘ডি’ ইউনিটের অন্তর্ভুক্ত জীববিজ্ঞান অনুষদে ৩১০টি আসনের বিপরীতে ৮৬ হাজার ৭৫৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ৪৭ হাজার ৬৯১ জন নারী শিক্ষার্থী ও ৩৯ হাজার ৬৪ জন ছেলে শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনের জন্য প্রায় ২৮০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসবেন।

সবচেয়ে কম আবেদন পড়েছে সি১ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগে। সি১ ইউনিটে মোট ৬৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫ হাজার ৫০৪টি, যেখানে আসন প্রতি লড়বেন ৮৬ জন শিক্ষার্থী।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়কে সর্বজনীন বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই: উপাচার্য

‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি (আইআইটি)। এই ইউনিটে ৪২৬টি আসনের বিপরীতে ৭৩ হাজার ১৬১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৪৬ হাজার ৮৩৩ জন এবং নারী শিক্ষার্থী ২৬ হাজার ৩২৮ জন আবেদন করেছেন। এই ইউনিটে আসন প্রতি লড়বেন প্রায় ১৭২ জন শিক্ষার্থী।

‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদে ৩২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৭৬৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ১০ হাজার ৮৫৮ জন, নারী শিক্ষার্থী ১২ হাজার ৯১৯ জন। এই ইউনিটে আসন প্রতি প্রায় ৭৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসবেন।

‘সি’ ইউনিটের অন্তর্ভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে ৪৩৮টি আসনের বিপরীতে নারী শিক্ষার্থী আবেদন করেছেন ২৯ হাজার ৩৫৫ জন ও ছেলে শিক্ষার্থী আবেদন করেছেন ২৪ হাজার ৩৮ জন। এই ইউনিটে আসন প্রতি লড়বেন জন ১২২ শিক্ষার্থী।

আরও পড়ুন: শেষ হলো ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা

‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ২০০টি আসনের বিপরীতে মোট আবেদনের সংখ্যা ১৫ হাজার ১৮১টি। প্রতি আসনে লড়বেন ৭৬ জন শিক্ষার্থী।

আইবিএ-জেইউ ইনস্টিটিউটে ৫০টি আসনের বিপরীতে ৪ হাজার ৬৮৭ শিক্ষার্থী আবেদন করেছেন। এই ইউনিটে প্রতি আসনে প্রার্থী ৯৪ জন।

ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সব ইউনিটের ভর্তি পরীক্ষা ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট। তবে ওএমআর পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেওয়া হবে।

এ ছাড়া ‘সি১’ ইউনিটভুক্ত বিভাগের শিক্ষার্থীদের এমসিকিউ পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে।

আরও পড়ুন: ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রশ্ন দেখুন এখানে

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি (একাডেমিক ছুটি ব্যতীত)। চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ওয়েবসাইট ও দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ২ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ৭৫টি মোটরসাইকেল ও সিএনজি জব্দ
  • ১১ জানুয়ারি ২০২৬
মোটরসাইকেল বিক্রির সময় দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9