ডেন্টাল ভর্তির আবেদনে জটিলতায় শিক্ষার্থীরা, সময় নেওয়ার পরামর্শ কর্তৃপক্ষের

ওয়েবসাইটে ডেন্টাল ভর্তির আবেদন করতে গিয়ে জটিলতায় পড়ছেন শিক্ষার্থীরা
ওয়েবসাইটে ডেন্টাল ভর্তির আবেদন করতে গিয়ে জটিলতায় পড়ছেন শিক্ষার্থীরা  © সম্পাদিত

২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিডিএস (ডেন্টাল) ভর্তি পরীক্ষার আবেদন আজ রবিবার (২৯ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। তবে অনলাইনে আবেদন করতে গিয়ে জটিলতায় পড়ছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। একাধিকবার সাবমিট দিয়েও তারা আবেদন চূড়ান্ত করতে পারেননি। তবে একসঙ্গে অনেকে চেষ্টা করায় এমন হয়েছে জানিয়ে সময় নিয়ে ধীরেসুস্থে আবেদন করতে বলেছে কর্তৃপক্ষ।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলছেন, তারা http://dgme.teletalk.com.bd/bds/index.php ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে ডেন্টাল ভর্তির আবেদনের চেষ্টা করছেন। ছবিও ঠিকমতো নিচ্ছে। তবে চূড়ান্ত পর্যায়ে সাবমিট দেওয়ার সময় `502 Bad Gateway' লেখা আসছে। একাধিক কম্পিউটার থেকে চেষ্টা করেও তাদের আবেদন সাবমিট হয়নি।

মো. রবিন নামের এক শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি সকাল থেকে ডেন্টালের আবেদন করা জন্য চেষ্টা করছি। অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হলাম। এ পর্যন্ত প্রায় ৮-৯ বার চেষ্টা করলাম। সব তথ্য নেওয়ার পর সার্ভারে আপলোড হচ্ছে না।  আমার আজকের রুটিনের পড়াটাও কাভার করতে পারিনি এ জন্য।’

আহাদ নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমি আবেদনের করার চেষ্টা করছি, কিন্তু সার্ভারে তথ্য লোড নিচ্ছে না। আমি প্রায় ২০ বার চেষ্টা করেছি। কিন্তু সার্ভার তথ্য লোড নিচ্ছে না। আমার অনেক সময় নষ্ট হয়েছে। কর্তৃপক্ষের উচিত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সমস্যার দ্রুত সমধান করা।’

এদিকে ডেন্টাল ভর্তি আবেদনের ওয়েবসাইটে কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন। তিনি রবিবার (২৯ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলে, ওয়েবসাইটে কোনো সমস্যা নেই। হয়তো অনেকে একসঙ্গে আবেদন করায় এমন হতে পারে। এখনও প্রচুর সময় আছে। এ সময় সবাইকে ধীরেসুস্থে আবেদন করার পরামর্শ দেন তিনি।

আরো পড়ুন: ডেন্টালে ভর্তির আবেদন শুরু আজ, ফরম পূরণ যেভাবে

আগামী ২৮ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার সেকেন্ড টাইম ভর্তিচ্ছুদের দুই পদ্ধতিতে ৩ ও ৬ নম্বর কর্তন করা হবে। গত ২৪ ডিসেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। আবেদনকারীদের টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ১ হাজার টাকা জমা দিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে।

ডেন্টালে ভর্তি পরীক্ষার জন্য অনলাইন ফরম পূরণের নিয়ম ও ভর্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য টেলিটকের ওয়েবসাইট (http://dgme.teletalk.com.bd), স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ওয়েবসাইট (www.mefwd.gov.bd), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgme.gov.bd) ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) থেকে জানা যাবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence