তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একই দিনে, বিপদে শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাবিপ্রবি ও এমআইএসটির লোগো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাবিপ্রবি ও এমআইএসটির লোগো  © সম্পাদিত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এবং শহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভর্তি পরীক্ষার একই তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি এ তিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় বিপদে পড়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়গুলোকে সমন্বয় করে আলাদা তারিখ নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।

ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, চার বছর পর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। গত ১ ডিসেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হয়েছে। চলবে আগামী রোববার (১৫ ডিসেম্বর) পর্যন্ত। ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৩১ জানুয়ারি।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩১ জানুয়ারি ‘ই’ ইউনিট চারুকলা অনুষদের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এছাড়া ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ, ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট কলা অনুষদ, ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট বিজ্ঞান অনুষদ ও ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা নেওয়া হবে।

এদিকে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ২০ নভেম্বর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমআইএসটি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৩০ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ১০ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। এরপর ২২ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অপরদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাও আগামী বছরের ২২ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৭৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

জানা গেছে, ২০২৪-২৫ সেশন থেকে এককভাবে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা নেবে শাবিপ্রবি। এতে আগামী ৫ থেকে ২৫ জানুয়ারি ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। এরপর ২২ ফেব্রুয়ারি সকাল ও বিকেল দুবেলা বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট এবং মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান সংশ্লিষ্টরা।

আরো পড়ুন: বুয়েটে ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ, যত আবেদন পড়ল

তিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, শাবিপ্রবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও এমআইএসটির ভর্তি পরীক্ষা হবে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা বলছেন, বেশিরভাগ শিক্ষার্থী একের অধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন। একই দিনে তিনটি পরীক্ষা দেওয়া অসম্ভব। কারণ পরীক্ষার তারিখের পাশাপাশি সময়ও একই।

এর সমাধান হিসেবে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন অথবা সকালে পরীক্ষা না নিয়ে বিজ্ঞান বিভাগের পরীক্ষা বিকেলে নিলে শিক্ষার্থীদের জন্য ভালো হবে বলে তারা জানিয়েছে। এ বিষয়টি সমাধান করলে অনেক শিক্ষার্থী সবগুলো ভর্তি পরীক্ষা দিতে পারবেন।

এ পরিস্থিতিতে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী। তিনি শনিবার (১৪ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, জগন্নাথসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভর্তি পরীক্ষার তারিখ মিলে গেছে। এ নিয়ে ভর্তি কমিটি কাজ করছে। তারিখ পরবির্তন হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence