গুচ্ছ ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

২০ জুলাই ২০২২, ০১:২৬ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী © টিডিসি ফটো

সিলেট-সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির কারণে ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন ভর্তিচ্ছুরা। এ বিষয়ে শিক্ষামন্ত্রী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপিতে দিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের এ দাবি নিয়ে বুধবার (২০ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে কথা বলেছে দ্যা ডেইলি ক্যাম্পাস।

গুচ্ছ ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা পেছানো হবে কিনা সেটি তারা নিজেরাই ঠিক করবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কোনো হস্তক্ষেপ করবে না।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর দিল আফরোজা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ইউজিসির সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

নির্বাচন-গণভোট নিয়ে সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টার …
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলের আদর্শ পরিপন্থী কার্যকলাপে বহিষ্কৃত দুই নেতাকে ফেরাল বি…
  • ২৬ জানুয়ারি ২০২৬
কুবির শিক্ষার্থীদের জন্য যুক্ত হচ্ছে ৩টি নতুন নীল বাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
নিঃশর্ত ক্ষমা চাইলেন ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমা
  • ২৬ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় বাংলাদেশ রাউন্ডে চ্যাম্প…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নেবে রিলেশনশিপ অফিসার, আবেদন শে…
  • ২৬ জানুয়ারি ২০২৬