নার্সিং কলেজে ভর্তি পরীক্ষা ২০ মে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ০৬:৫৯ PM , আপডেট: ১৪ এপ্রিল ২০২২, ১১:৩৪ AM
২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি নার্সিং কলেজসমূহের ভর্তি পরীক্ষা আগামী ২০ মে অনুষ্ঠিত হবে। আগামী ১২ মে থেকে ভর্তিচ্ছুরা ভর্তি পরীক্ষার সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
এর আগে, গত ৩ এপ্রিল থেকে সরকারি ও বেসরকারি নার্সিং কলেজসমূহের ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং, ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং ও ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক মিডওয়াইফারি কোর্সে ভর্তি আবেদন শুরু হয়। যা ২০ এপ্রিল পর্যন্ত চলবে।
আরও পড়ুন: ১০০-তে ৯৪ পেয়ে নার্সিং ভর্তি পরীক্ষায় প্রথম সাব্বির
নার্সিং কলেজের ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদন করার লিংক, নিয়মাবলী ও এতদসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর ওয়েবসাইট এ পাওয়া যাচ্ছে।