মানববন্ধনে বিষপানের চেষ্টা গুচ্ছে ভর্তিচ্ছু ছাত্রীর, থামালেন পুলিশ

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচি
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচি  © টিডিসি ফটো

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় সব আবেদনকরী প্রার্থীকে পরীক্ষায় বসার সুযোগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লবের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। ‘আমরা বিশ্ববিদ্যালয়ে উৎকন্ঠিত ভর্তিচ্ছু’ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে উম্মে হাবিবা নামে এক ভর্তিচ্ছু বলেন, আজ কোথায় আপনাদের পরিকল্পনা-নীতিমালা। যেখানে আমি বাড়িতে না বলে কুমিল্লা থেকে কানের দুল বিক্রি করে ঢাকায় সমাবেশে আসছি। কারণ আজ আমার শিক্ষা জীবন ধ্বংসের মুখে। আপনাদের বিধ্বংসী নীতিমালার কারণে আজ আমি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সরকারি কোন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাচ্ছিনা।

তিনি বলেন, যেখানে আমরা প্রাথমিক আবেদনের জন্য নির্বাচিত হবার পরেও আমরা ভর্তি পরীক্ষায় বসতে পারছিনা, পারবনা। তাহলে শিক্ষামন্ত্রীর বক্তব্য, ‘অটোপাশ উচ্চতর শিক্ষায় কোন প্রভাব ফেলবেনা’ তার বাস্তবতা কি? তবে কি দরকার ছিল এই মিথ্যা আশ্বাসের। আমাদের মুহূর্তে একমাত্র করণীয় হলো দরজা বন্ধ করে সিলিং এ ঝুলে যাওয়া।

পড়ুন: বাদ পড়া ভর্তিচ্ছুদের আশ্বাস দিলেন গুচ্ছ কমিটির আহবায়ক

বক্তব্যের এ পর্যায়ে উম্মে হাবিবা তার কাঁধের ব্যাগ থেকে বিষের বোতল বের করে বিষপানে উদ্ধত হলে কর্তব্যরত পুলিশ তাকে শান্ত করার চেষ্টা করেন। পরে এক পর্যায়ে ধমক দিয়ে এক পুলিশ সদস্য বোতল কেড়ে নেন।

সমাবেশে আরেক শিক্ষার্থী গুচ্ছের নীতিমালা পরিবর্তন দাবি করে বলেন, অচিরেই এই গুচ্ছ ভর্তি পরীক্ষার শিক্ষা বিরোধী নীতিমালা বাতিল করা না হলে আমি প্রকাশ্যে ইউজিসি ভবনের সামনে আত্মহত্যা করব।

বিশ্ববিদ্যালয়ে উঠকন্ঠিত ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দের সমন্বয়ক হাসান জামিল বলেন, গুচ্ছ সিলেকশন পদ্ধতিতে ভর্তি বাতিলের ঘোষণা না আসলে আমরা অতি শিগ্রই সারাদেশে বঞ্চিত শিক্ষার্থীদের সংগঠিত করে আন্দোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য করব।


সর্বশেষ সংবাদ