উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, ফি ৭০০ টাকা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এডুকেশন পরিচালিত ব্যাচেলর অব এডুকেশন (বিএড) প্রোগ্রামে ২০২৫ শিক্ষাবর্ষে (ব্যাচ- ২০২৫) ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। osapsnew.bou.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র আহবান করেছে কর্তৃপক্ষ। অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

আবেদন সংক্রান্ত তথ্য
• আবেদনের তারিখ: ১৫-১১-২০২৪ থেকে ২৮-১২-২০২৪ পর্যন্ত।
• আবেদন ফি: ৭০০ (সাতশত) টাকা মাত্র।
• প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ : ০৬-০১-২০২৫ তারিখ।
• অনলাইনে প্রবেশপত্র প্রাপ্তির তারিখ: ০৮-০১-২০২৫ তারিখ থেকে ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত।
• ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ১৮-০১-২০২৫ তারিখ (সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত)।
• ভর্তি পরীক্ষার স্থান: বিএড প্রোগ্রামের স্টাডি সেন্টারসমূহ।
• ভর্তি পরীক্ষার নম্বর: ১০০ নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন (MCQ)।

নম্বর বন্টন: [বাংলা- ২৫, ইংরেজি- ২৫, গণিত- ২৫, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)- ২৫)। নিজস্ব মোবাইল নম্বর ও ই-মেইল আইডি ব্যবহার করে আবেদন করতে হবে। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ নির্ধারিত কোর্স ফি'র শতকরা ৬০ ভাগ ছাড় পাবেন।

বিএড প্রোগ্রামে ভর্তির আবেদন ফি ৭০০ টাকা। তবে, এক্ষেত্রে প্রযোজ্য অনলাইন চার্জ আবেদনকারী বহন করবেন। অনলাইন ভর্তি সংক্রান্ত যে কোনো পরামর্শ বা অভিযোগের জন্য OSAPS-এর হেল্পলাইন নম্বরে অথবা ই-মেইলে (help osaps@bou.ac.bd)-এ যোগাযোগ করতে হবে।

আরো পড়ুন: নার্সিং ভর্তি পরীক্ষা কবে, যা জানা গেল

আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর কেবলমাত্র প্রাথমিকভাবে নির্বাচিতরাই ভর্তি পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং তাদের তালিকা বাউবি’র ওয়েবসাইটে ৬ জানুয়ারি দেওয়া হবে। এছাড়া তাদেরকে মোবাইলে এসএমএস’র মাধ্যমে নিশ্চিত করা হবে।

ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত যে কোন তথ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশোধন, সংযোজন, পরিমার্জন এবং পরিবর্তন করতে পারবে। বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট বিধি-বিধান সকল আবেদনকারীর জন্য প্রযোজ্য হবে। কোন আবেদনকারীর ভর্তির আবেদনে প্রদত্ত কোন তথ্য অসম্পূর্ণ ও অসত্য প্রমাণিত হলে তার আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

অনলাইনে আবেদনের ওয়েবসাইট https://osapsnew.bou.ac.bd। হেল্পলাইন 01635-832845, 01907-451612 (সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। অসম্পূর্ণ, ভুল এবং মিথ্যা তথ্য প্রদান প্রমাণিত হলে ভর্তি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে-


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence