এমবিএমে ভর্তি বিআইবিএমে, আবেদনের সুযোগ পেশাদার-অপেশাদার সবার

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)  © সংগৃহীত

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) বাংলাদেশে ব্যাংকারদের প্রশিক্ষণ ও ব্যাংকিং ডিগ্রি দেওয়ার ক্ষেত্রে একমাত্র জাতীয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মাস্টার্স ইন ব্যাংক ম্যানেজমেন্টে (এমবিএম) ইভিনিং ইনটেক ২০২৪-এ শিক্ষার্থী ভর্তিতে আবেদনপত্র আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। এই কোর্সের ক্লাস প্রতি শুক্র ও শনিবারে অনুষ্ঠিত হবে। ব্যাংকার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এই কোর্সে ভর্তিতে।

আবেদনের যোগ্যতা

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা প্রার্থীরা এমবিএমে ভর্তিতে আবেদন করতে পারবেন;

*শিক্ষাজীবনে ন্যূনতম একটি পরীক্ষায় প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে;

*শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন না;

*ব্যাংকারদের অগ্রাধিকার দেওয়া হবে;

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ভর্তিতে আবেদন চলছে, মেধাবৃত্তি পাবেন ৩০ জন

আবেদন যেভাবে

সান্ধ্যকালীন এই কোর্সের আবেদন শুরু হয়েছে ১ অক্টোবর, আবেদন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ নভেম্বর শুক্রবারে। আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করার পর Apply Now বাটনে পুণরায় ক্লিক করে দরকারি সব তথ্য পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: আবেদন ফি হিসেবে ১০০০ টাকা প্রদান করতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ নভেম্বর ২০২৪; 

এমবিএম কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করতে পারবেন। অথবা যোগাযোগ করতে পারবেন বাংলাদেশ ইনস্টিটিউট ব্যাংক অ্যান্ড ম্যানেজমেন্ট, প্লট নম্বর-৪, রোড নম্বর-১, মিরপুর-২, ঢাকা-১২১৬। মোবাইল নম্বর: ০১৭৩৩৩৩৯৩৪৫, ০১৯১৫৯২৯৩২৩ এবং ওয়েবসাইট www.bibm.org.bd

এমবিএম ভর্তির বিজ্ঞাপন নিচে দেখুন—


সর্বশেষ সংবাদ