চবির ‘এ’ ইউনিটে ৪৭ শতাংশ শিক্ষার্থীই ফেল

চবি ভর্তি পরীক্ষা
চবি ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) বিকাল ৫টায় এই ফলাফল প্রকাশ করা হয়। এবার পাশের হার ৫২ দশমিক ৮৯ শতাংশ। সর্বোচ্চ নম্বর ১১০ (১২০ এর মধ্যে)।

ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন ‘এ’ ইউনিটের কো-অর্ডিনেটর ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা।

এবারের ভর্তি পরীক্ষায় মোট অংশগ্রহণ করেন ৭৭ হাজার ২৫৯ জন। যার মধ্যে কৃতকার্য হয়েছে ৪০ হাজার ৮৬৯ জন। অর্থাৎ, ৪৭ শতাংশ ভর্তি শিক্ষার্থীই কৃতকার্য হয়েছেন। ন্যূনতম ৪০ নম্বর তুলতে ব্যর্থ হয়েছেন তারা।

এর আগে গত ২ মার্চ অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

ইউনিটটিতে আসন রয়েছে মোট ১ হাজার ২১৫টি। ৯৯ হাজার ৫২১ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৭৭ হাজার ২৫৯ জন।

প্রসঙ্গত, এই ইউনিটে ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা হয়। এসএসসি ও এইচএসসির জিপিএর ওপর আরও ২০ নম্বর হিসাব করে মোট ১২০ নম্বরের উপর ফল তৈরি করা হয়। প্রতিটি ভুল নম্বরের জন্য কাটা হয় দশমিক ২৫ নম্বর। 


সর্বশেষ সংবাদ