প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা কাল, প্রস্তুত রুয়েট

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)  © সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১ সমন্বিত ভর্তি পরীক্ষা রবিবার (০৩ মার্চ) সকাল ১০টা থেকে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে অনুষ্ঠিত হবে।

গুচ্ছভুক্ত তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় এ ভর্তির জন্য মোট ৩ হাজার ২৩১টি আসনের বিপরীতে বাংলা ভার্সন হতে প্রায় ২২ হাজার ৭০০ টি এবং ইংরেজি ভার্সন হতে প্রায় ২৬০ টি আবেদন পড়েছে। অর্থাৎ আসনপ্রতি লড়বে ৭ জন করে ভর্তিচ্ছু।

আগামীকাল ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রুয়েট কেন্দ্রে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় এই কেন্দ্রে সর্বমোট ৭ হাজার ৬২২জন ভর্তিচ্ছু অংশ নেবে। যার মধ্যে ‘ক’ গ্রুপে ৬ হাজার ৯৯২ জন এবং ‘খ’ গ্রুপে ৬৩০জন। 

রুয়েটে ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার সর্বশেষ প্রস্তুতির বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে যে কোনো ধরনের জালিয়াতি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষার জন্য ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সেবা সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে সমন্বিত সভার মাধ্যমে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

পুরকৌশল অনুষদের ডিন ও লোকাল এডমিশন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন জানান, রুয়েট, কুয়েট ও চুয়েটির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১ সমন্বিত ভর্তি পরীক্ষার অংশ হিসেবে রুয়েট কেন্দ্রে রবিবার সকাল ১০টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: এক সপ্তাহে চার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, ‘নির্যাতন’ বলছেন অভিভাবক

তিনি আরোও জানান, এবারে দু’টি গ্রুপের (ক ও খ) অধীনে ১৪টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘ক’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) মোট ৬ হাজার ৯৯২ জন এবং ‘খ’ গ্রুপের (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) অধীনে সকাল ১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত ৬৩০ জন ভর্তিচ্ছু অংশ নেবে। 

‘‘এতে ‘ক’ গ্রুপে ৫০০ নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা এবং ‘খ’ গ্রুপে ৫০০ নম্বরের MCQ পরীক্ষার সঙ্গে ২০০ নম্বরের মুক্ত হস্ত অঙ্কন মিলিয়ে মোট ৭০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।”

তিনি আরও জানান, পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড ও ডাউনলোডকৃত সমন্বিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের হার্ডকপি (কালার প্রিন্ট) অবশ্যই সঙ্গে আনতে হবে। পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন বা কারো সাথে দুর্ব্যবহার করলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। 

নিয়ম অনুযায়ী, পরীক্ষা শুরুর ৩০ মিনিট পরে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবেন না এবং পরীক্ষা শুরু হওয়ার পর ১ ঘণ্টা ৩০ মিনিট অতিবাহিত না হওয়া পর্যন্ত পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবেন না। পরীক্ষা চলাকালে ক্যালকুলেটর (ভর্তি কমিটির অনুমোদিত) ছাড়া মোবাইল ফোন, জ্যামিতি বক্স, স্কেল, সেট স্কয়ার, কম্পাস ও কোন প্রকার ব্যাগসহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না।

এদিকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছের ভর্তি পরীক্ষার বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ। সে অনুযায়ী, ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করতে পারবেন না ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। প্রকৌশল গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

প্রার্থীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দয়া করে মনে রাখবেন যে, কোনো অবস্থাতেই পরীক্ষা কেন্দ্র পরিবর্তন বা স্থানান্তর অনুমোদিত নয়। এটি দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে, আপনাকে অবশ্যই আপনার নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence