এক সপ্তাহে চার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, ‘নির্যাতন’ বলছেন অভিভাবক

চবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবক
চবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবক  © টিডিসি ফটো

এক সপ্তাহের মধ্যে চার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে ভোগান্তিতে পড়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। শনিবার (২ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে এ ক্ষোভ প্রকাশ করেন তারা। এটিকে এক ধরনের ‘নির্যাতন’ বলছেন অভিভাবকরা।

এর আগে গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল রোববার (৩ মার্চ) ইন্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ৪ মার্চ থেকে শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা। সাতদিনে চার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

বরিশাল থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা সাঈদ বলেন, পরীক্ষা ভালো হয়েছে। তবে আগামীকাল ইন্জিনিয়ারিং গুচ্ছের পরীক্ষা। গতকাল ঢাবির পরীক্ষা দিয়েছি। আবার আগামী মঙ্গলবার রাবির ভর্তি পরীক্ষা আছে। একটানা বাসে থাকতে হচ্ছে। মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছি। পরীক্ষার মধ্যে কিছুটা গ্যাপ থাকলে সুবিধা হতো। পরীক্ষাটা আরো ভালো করতে পারতাম।

আরো পড়ুন: জাবি ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের নিয়ম নেই, ক্ষোভ ভর্তিচ্ছুদের

রংপুর থেকে মেয়েকে নিয়ে এসেছেন মো. কামাল হোসেন। তিনি বলেন, একই সময়ে বেশ কয়েকটি ভর্তি পরীক্ষা হওয়ায় ভোগান্তিতে পড়েছি। আমাদের ছেলে-মেয়েদের প্রতি এক ধরনের নির্যাতন করা হচ্ছে। তারা এক সপ্তাহে চারটি পরীক্ষা কীভাবে দেবে? আজ চট্টগ্রাম তো কাল রাজশাহী। টিকিট পাচ্ছি না। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলো যেন নিজেদের মধ্যে সমন্বয় করে ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করে, এটাই চাওয়া।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে বলেন, ‘‘আমরা এবার বিভাগীয় শহরে পরীক্ষার ব্যবস্থা করেছি। তবে আমাদের কিছুটা সমস্যা হয়েছে। পরবর্তীতে ভুলগুলো সংশোধন করে নিবো। বঙ্গবন্ধু বলেছেন, ‘কাজ করতে করতে শিখো’। আমরা শিখছি।’


সর্বশেষ সংবাদ