মেডিকেল ভর্তির জন্য চূড়ান্ত আবেদনকারীর সংখ্যা জানা গেল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ০৮:৫৯ AM , আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪, ০৮:৫৯ AM
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য আবেদনের চূড়ান্ত সংখ্যা জানা গেছে। এবার মোট এক লাখ চার হাজার ৩৭৪ জন আবেদন করেছেন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ১৯ জনের বেশি শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী ৯ ফেব্রুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যানুযায়ী, সরকারি মেডিকেলে এবার আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ১৯ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেবেন।
জানা গেছে, এবার মেডিকেলে ভর্তির জন্য আবেদন কম হয়েছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেন এক লাখ ৩৯ হাজার ২১৭ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৫ হাজার ৮০০ জন।২০২১-২২ শিক্ষাবর্ষে ১ লাখ ৪৩ হাজার ৭৩০ জন শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন।
আরো পড়ুন: রাবির চূড়ান্ত ভর্তি আবেদন শুরু দুপুরে, যোগ্যদের তথ্য এসএমএসে
গত ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়। এবার ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এক হাজার ৩০টি আসন বাড়ানো হয়েছে। অনুমোদিত ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন ৬ হাজার ৩৪৮ জন। ভর্তি পরীক্ষায় ন্যূনতম নম্বর (পাস নম্বর) ৪০।
বিদেশি শিক্ষার্থীদের আবেদন গত ৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে। যা চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সরকারি মেডিকেল কলেজগুলোয় বিদেশি শিক্ষার্থীদের জন্য ২২১টি আসন সংরক্ষিত (কোটা) রাখা হয়েছে। ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজের ৪৫ শতাংশ হিসেবে দু’হাজার ৫৫১টি আসন সংরক্ষণ করা রয়েছে বিদেশিদের জন্য।