সান্ধ্য কোর্সে মাস্টার্সের সুযোগ দিচ্ছে রাবির অর্থনীতি বিভাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগে এক ও দুই বছর মেয়াদি সান্ধ্য মাস্টার্স কোর্সে (জুলাই ২০২৩) ব্যাচে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (সম্মান অথবা পাস) ডিগ্রিপ্রাপ্তরা দুই বছর মেয়াদি কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ৩১ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।

ভর্তির যোগ্যতা
* এক বছর মেয়াদী কোর্সের জন্য: অর্থনীতিতে সম্মান ডিগ্রী 
* দুই বছর মেয়াদী কোর্সের জন্য: যে কোন পাবলিক, কলেজ বা অনুমোদিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কৃষি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, বিজ্ঞান, কলা অনুষদসহ যে কোন অনুষদের যে কোন বিভাগ হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি (পাস/অনার্স)।

ভর্তির আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময়সীমা: ৩১ জুলাই ২০২৩ পর্যন্ত। শুক্রবার ও শনিবারসহ সকাল ৯:০০টা হতে বিকাল ৪:০০টা। 

সাক্ষাৎকার ও ভর্তির তারিখ
০১-০৮-২০২৩ এবং ০২-০৮-২০২৩

আরও পড়ুন: মেধাবৃত্তিসহ এশিয়ান ইউনিভর্সিটিতে ভর্তির সুযোগ

ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ
০৫-০৮-২০২৩

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিভাগে যোগাযোগ করা যেতে পারে অর্থনীতি বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়: অফিস, কক্ষ নং ২০৯, ড. মমতাজ উদ্দিন আহমদ একাডেমিক ভবন ফোন- ০১৭৭১৩৪৭৫১৯ (সভাপতি), ০১৭২৩৫৪২২২৬ (অফিস) ০৭২১-০২৫৮৮৮৬৪১৬০-১০২

094dd028-668e-4f59-9f11-5f35a18b8a62


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence