১১ সেবা নিয়ে শনিবার ভর্তিচ্ছুদের পাশে থাকবে ছাত্রলীগ

১১ সেবা নিয়ে শনিবার ভর্তিচ্ছুদের পাশে থাকবে ছাত্রলীগ
১১ সেবা নিয়ে শনিবার ভর্তিচ্ছুদের পাশে থাকবে ছাত্রলীগ  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রথম বর্ষের ভর্তি পরীক্ষ শনিবার (২৯ এপ্রিল) শুরু হচ্ছে। দেশের বিভিন্ন জায়গা থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সেবা দিয়ে থাকে ছাত্র সংগঠনগুলো। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ভর্তি পরীক্ষাদের সেবা দেবে ঢাবি ছাত্রলীগ।

শুক্রবার (২৯) শাখা সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১টি সেবার কথা জানায় ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় গৃহীত সেই সেবাগুলো হলো–

১. বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ‘শিক্ষার্থী সহায়তা ও তথ্যকেন্দ্র’ স্থাপন এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ নিশ্চিত করা।
২. পরীক্ষা কেন্দ্র সম্পর্কিত তথ্য জানানোর জন্য ক্যাম্পাসজুড়ে দিকনির্দেশনামূলক চিহ্ন ব্যবহৃত ও সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ।

৩. কলম, ফাইলসহ ভর্তি পরীক্ষা উপযোগী শিক্ষা উপকরণ বিনামূল্যে বিতরণ।
৪. পরিবহন সুবিধা নিশ্চিতকরণে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ‘জয় বাংলা বাইক সার্ভিস’ কার্যক্রম চালু।
৫. ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থা।

৬. ‘প্রাথমিক চিকিৎসা কেন্দ্র’ গঠনের মাধ্যমে তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের সুবিধা নিশ্চিত করা।
৭. প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ।
৮. পরীক্ষা কেন্দ্রে নেওয়ার অনুপযোগী শিক্ষার্থীদের ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র রাখার ব্যবস্থা।

৯. ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের বিশ্রামের সুবিধার্থে ‘অভিভাবক ছাউনি’র ব্যবস্থা করা।
১০. ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকের ব্যবহারের জন্য মোবাইল টয়লেটের ব্যবস্থা।
১১. ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন নিশ্চিতে প্রয়োজন সাপেক্ষে হল ছাত্রলীগের মাধ্যমে পরীক্ষার পূর্ব রাতে থাকার ব্যবস্থা করা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence