‘সেদিন তার হাসি ভীষণ ভালো লেগেছিল, কিন্তু ক্ষমতা মানুষটিকে শয়তান বানাল’

২৬ নভেম্বর ২০২৫, ০১:৫৯ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০১:৫৯ PM
অভিনেত্রী আজমেরি হক বাঁধন

অভিনেত্রী আজমেরি হক বাঁধন © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সরব ভূমিকা রাখা অভিনেত্রী আজমেরি হক বাঁধন ফের আলোচনায়। গত বছরের ৫ আগস্ট ছাত্রদের আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলপ্রধান শেখ হাসিনা ভারতে চলে যান এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। সেই সময় রাজপথে আন্দোলনের পক্ষে সোচ্চার ভূমিকা রাখেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বাঁধন। কিন্তু পরে গত ১৫ আগস্ট মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষের মুখে পড়েছেন তিনি।

আজ বুধবার (২০ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে শেখ হাসিনাকে কটাক্ষ করে এক স্ট্যাটাস দেন তিনি।

স্ট্যাটাসে বাঁধন লেখেন, এই ছবিটা? ওইদিন আমি তাকে বলেছিলাম ‘অনেকেই ভাবছেন আমরা কি একসঙ্গে ঠিক করে একই রঙের কাপড় পরেছি?’ সে হেসেছিল। তখন ওর হাসিটা খুব ভালো লেগেছিল সত্যি মনে হয়েছিল। ওই মুহূর্তে ও যেন আমাদেরই একজন ছিল।’

তিনি আরও লেখেন, ‘তার গল্প আমাকে অনুপ্রাণিত করেছিল এক রাতে পুরো পরিবার হারানো, শরণার্থী জীবন, এবং সেই দেশেই ফিরে আসা যে দেশ একসময় তার সব কিছু কেড়ে নিয়েছিল। এমন সাহস সত্যিই বিরল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝেছি ক্ষমতা কিভাবে একজন মানুষকে শয়তানে পরিণত করতে পারে।’

বাঁধন মন্তব্য করেন, ‘একটা মজার তথ্য দিই— আমি যদি একদিন হেসেছিলাম বলে সেটা এই নয় যে, আমি পরবর্তী প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছি! প্রিয় আওয়ামী লীগ সদস্যরা, এত ভয় পাচ্ছেন কেন? আমি কথা বলি— যুক্তি দিয়ে বলি! আমি আমার দেশের মানুষের পাশে আছি! এতটা আবিষ্ট কেন আমার প্রতি? আপনারা হয়তো আর কখনো রাজনীতিতে ফিরতে পারবেন না, তবু অন্তত মানবিক আচরণ করার চেষ্টা করতে পারেন।’

তিনি আরও জানান, ‘২০২৪ সালের নির্বাচনের সময় আমাকে কী অফার করা হয়েছিল, তা জানতে চান? ক্লিয়ারেন্স সার্টিফিকেটের দায়িত্বে থাকা দপ্তরটিকে জিজ্ঞাসা করুন। চারপাশে যেখানে অমানবিকতা সেখানে মানবিক থাকা কঠিন, কিন্তু চেষ্টাতো করা যায়। একজন প্রকৃত নেতা হন। একজন মানুষ হন।’

নারী বিদ্বেষী মনোভাব এবং সামাজিক মাধ্যমে তাকে লক্ষ্য করে হওয়া অবমাননার প্রতিবাদ জানিয়ে বাঁধন বলেন, ‘আপনারা আমাকে যেভাবে সামাজিক মাধ্যমে আক্রমণ করেছেন, সেটাই এ দেশের নারীদের প্রতি আপনাদের মনোভাব। চালিয়ে যান আপনাদের বাজে কুৎসা! জয় পেয়েছেন— অভিনন্দন। কিন্তু আমাকে আক্রমণ ছাড়া আসলে আর কী কাজ আছে আপনাদের? নাকি ঠিক করে নিয়েছেন, কে সবচেয়ে খারাপ, সেই হবে আপনাদের সংসদ সদস্য— যদি আবার ক্ষমতায় ফেরেন?’

অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনে লস হবে এনসিপির, এমনকি নাহিদ ইসলাম রিস্কে পড়ে গেল’
  • ১৬ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনের পর ৫০তম বিসিএস পরীক্ষার দাবি
  • ১৬ জানুয়ারি ২০২৬
বেতন কাঠামোতে শিক্ষকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হলে শিক্ষাব্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বুয়েটে অনুষ্ঠিত হলো ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড
  • ১৬ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার পক্ষে কথা বলার মানুষ পাওয়া যেত না
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9