সন্তানদের অনুরোধে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন হিরো আলম

হিরো আলম
হিরো আলম  © সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম (হিরো আলম) আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। পরিবারের সদস্য ও সন্তানদের অনুরোধেই তিনি এ সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বলে জানা গেছে। 

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। এর আগে এক পোস্টে আত্মহত্যার কথা জানান তিনি।

পোস্টে তিনি বলেন, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল- মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি- আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব। আমি রিয়াল (সত্যি) ছিলাম। কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসায়।

প্রসঙ্গত, কয়েক মাস ধরে তার স্ত্রী রিয়া মনিকে ঘিরে বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনায় ছিলেন তিনি। এরই মাঝে হিরো আলম নতুন অভিযোগ করে জানান, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে।

 


সর্বশেষ সংবাদ