জেনেসিস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

২০ জুলাই ২০২০, ০৩:৪৭ PM

© টিডিসি ফটো

আমাদের দেশের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য দেশের মোট আয়তনের তুলনায় ২৫ ভাগ বনভূমি থাকা খুবই প্রয়োজন। তবে দেশে নানা কারণে বনভূমির পরিমাণ কমে যাচ্ছে। ফলে পরিবেশে তাপমাত্রা বৃদ্ধি জলবায়ু পরিবর্তনসহ তৈরি হচ্ছে নানা প্রাকৃতিক দুর্যোগ। পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষার্থে তাই প্রয়োজন বেশি বেশি গাছ লাগানো।

সেই লক্ষ্যকে সামনে রেখে সারাদেশে চলছে জেনেসিস ফাউন্ডেশনের নিয়মিত প্রজেক্ট ‘পৃথিবীর প্রাণ চাই’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি। করনোাভাইরাস মহামারীর কারণে পুরো দেশ যখন বিপর্যস্ত ঠিক সে সময়েও থেমে নেই জেনেসিস ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী মানবিক এই বৃক্ষরোপণ  কার্যক্রম।

প্রতিবছরের মত এবারও জেনেসিস ফাউন্ডেশন সারাদেশে ৮টি শাখায় আয়োজন করেছে বৃক্ষরোপণ কর্মসূচি। গত ২ জুলাই কুষ্টিয়ায়, ৩ জুলাই বরিশালে, ৬ জু্লাই বগুড়ায় ও খুলনায়, ১০ জুলাই রাজশাহী ও শরীয়তপুরে এবং ১৫ জুলাই রংপুর শাখায় এ কর্মসূচি পালিত হয়েছে।

এ  কর্মসূচি প্রসঙ্গে সংগঠনটির প্রেসিডেন্ট শামসুল আলম রিফাত বলেন, আমাদের দেশে যে পরিমাণ বৃক্ষ থাকা উচিত তার অর্ধেকও নেই। প্রতিবছর বিভিন্নভাবে সেই চাহিদা পূরণের চেষ্টা করা হয়।জেনেসিস ফাউন্ডেশনও ‘পৃথিবীর প্রাণ চাই’ নামে একটি ইভেন্ট করে। কিন্তু এই বছরটা ভিন্ন। করোনা পরিস্থিতির জন্য বৃক্ষরোপণ তেমনভাবে হচ্ছে না। তাই আমরা বেশি করে গুরুত্ব দিচ্ছি। দেশের মোট ৮টি শাখায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও ইতিমধ্যেই ঢাকা, রাজশাহী, বরিশাল, কুষ্টিয়া, বগুড়া, রংপুর, চাঁদপুর ও শরীয়তপুর জেলাসহ সারাদেশে করোনা সংকটে ক্ষতিগ্রস্ত মধ্যবিত্ত, নিম্ম-মধ্যবিত্ত, গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে জেনেসিস ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

প্রসঙ্গত, জেনেসিস ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী অলাভজনক অরাজনৈতিক সংগঠন। ২০১৮ সালে এটি প্রতিষ্ঠা করা হয় এবং বর্তমানে ঢাকা, রাজশাহী, বরিশাল, কুষ্টিয়া, বগুড়া, শরীয়তপুর, রংপুর ও খুলনাসহ জেলাসহ দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে প্রায় কয়েকশত স্বেচ্ছাসেবীর মাধ্যমে ‘পৃথিবী হোক ভালোবাসাময়’ শ্লোগানে  নানা ধরণের সামাজিক কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে।

শাকসু স্থগিত চেয়ে রিটকারী ভিপি প্রার্থীকে শাবিপ্রবিতে অবাঞ্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
‘ডিগ্রি আমাদের সুযোগ দেয়, কিন্তু শিক্ষা দায়িত্ববোধ শেখায়’
  • ১৯ জানুয়ারি ২০২৬
শারীরিক শিক্ষা কেন্দ্র নিয়ে যে অনুরোধ জানালো ঢাবি
  • ১৯ জানুয়ারি ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে সুখবর দিলেন এনটিআরসিএ চেয়ারম্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
নির্বাচনকালীন সব চাকরির পরীক্ষা স্থগিতের দাবি
  • ১৯ জানুয়ারি ২০২৬
কুয়াকাটায় ‘মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক মতবিনিময় …
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9