অরিজিৎ সিং © সংগৃহীত
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর নতুন কোনো কাজ নেবেন না—এমন ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজ পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে জানান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, হ্যালো, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে এত বছর ধরে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই।
তিনি আরও বলেন, আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে, এখন থেকে আমি প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে আর কোনও নতুন দায়িত্ব গ্রহণ করব না। আমি এটি বন্ধ করছি। এটি একটি দুর্দান্ত যাত্রা ছিল।