ইরানে চলমান অস্থিরতা নিয়ে মুখ খুললেন আয়াতুল্লাহ খামেনেয়ী

০৪ জানুয়ারি ২০২৬, ০৯:০৮ AM
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী © পার্সটুডে

জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয়ের প্রতিবাদে ইসলামী প্রজাতন্ত্র ইরানে বেশ কিছু দিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদেরকে সহযোগিতার কথা জানালেও ইরান সরকার তাদেরকে দমনের চেষ্টা চালাচ্ছে। এ প্রেক্ষিতে কয়েকজন নাগরিকের নিহত হওয়ার খবরও পাওয়া গেছে। এমতাবস্থায়, বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী।

তিনি বলেছেন, প্রতিবাদ ঠিক আছে, কিন্তু প্রতিবাদ এবং বিশৃঙ্খলা এক নয়। সরকারকে প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলতে হবে, কিন্তু বিশৃঙ্খলাকারীদের সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না, বরং তাদেরকে সঠিক জায়গায় বসিয়ে দিতে হবে।

হজরত আলী (রাঃ)-এর জন্মবার্ষিকী উপলক্ষে গত শনিবার (৩ জানুয়ারি) রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি ও তার সহযোদ্ধ এবং আগ্রাসনে নিহত অন্যান্যদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা বলেন। 

আয়াতুল্লাহ খামেনেয়ী ব্যবসায়ীদের গত সপ্তাহের সমাবেশের দিকে ইঙ্গিত করে বলেন, বাজার ও ব্যবসায়ীরা ইসলামী বিপ্লব ও ইসলামী শাসন ব্যবস্থার প্রতি সবচেয়ে বিশ্বস্ত শ্রেণীর মধ্যে রয়েছেন। সুতরাং, বাজার ও ব্যবসায়ী সমাজের নাম ব্যবহার করে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না।

জাতীয় মুদ্রার দাম কমে যাওয়ার ব্যবসা-বাণিজ্যে অস্থিরতা তৈরি হচ্ছে বলে ব্যবসায়ীরা যে কথা বলছেন তা সঠিক বলে মন্তব্য করেন এই নেতা। তিনি বলেন, ব্যবসায়ীরা সঠিক কথা বলছেন যে এই পরিস্থিতিতে তারা ব্যবসা করতে পারছেন না; সংশ্লিষ্ট দায়িত্বশীলরা এই সমস্যাটির কথা স্বীকার করেছেন এবং প্রেসিডেন্ট ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা এই সমস্যার সমাধানে কাজ করছেন।

আরও পড়ুন: আপাতত ভেনেজুয়েলা শাসন করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

তিনি বলেন, এখানে যে বিষয়টি গ্রহণযোগ্য নয় তা হলো- উসকানির শিকার ও ভাড়াটে কিছু ব্যক্তির ব্যবসায়ীদের পেছনে দাঁড়ানো এবং ইসলাম, ইরান ও ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেওয়া। এটি একেবারেই গ্রহণযোগ্য নয় যে, কিছু লোক বিভিন্ন নামে ও শিরোনামে দেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে ব্যবসায়ী, ঈমানদার ও বিপ্লবী জনগণের পেছনে দাঁড়িয়ে তাদের প্রতিবাদকে অপব্যবহার করবে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, যখন কেউ অনুভব করে শত্রু মিথ্যা দাবি উত্থাপন করে কিছু একটা রাষ্ট্র, সরকার এবং জনগণের ওপর চাপিয়ে দিতে চায়, তখন তাকে পূর্ণ শক্তি নিয়ে শত্রুর বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং বুক চিতিয়ে মোকাবিলা করতে হবে।

আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী বলেন, আমরা শত্রুর সামনে কখনো আত্মসমর্পণ করব না, আমরা আল্লাহর উপর আস্থা রেখে, জনগণের সমর্থনে এবং আল্লাহর সাহায্যে শত্রুকে পরাজিত করব। আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, শত্রুদের নরম যুদ্ধের লক্ষ্য হলো জনগণকে হতাশ করা এবং জাতির মধ্যে সন্দেহ সৃষ্টি করা।

তথ্যসূত্র: পার্সটুডে। 

ইরানের পতাকাই পরিবর্তন করে ফেলল ইলন মাস্কের 'এক্স'
  • ১২ জানুয়ারি ২০২৬
ঢাকা কলেজে ইয়াবা সেবনকালে ২ শিক্ষার্থী আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনার দুই ঘনিষ্ঠজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
  • ১২ জানুয়ারি ২০২৬
ইরানে স্টারলিংক পাঠাতে চান ট্রাম্প
  • ১২ জানুয়ারি ২০২৬
‘অনেক দেরি হয়ে যাওয়ার আগেই চুক্তি করুন’: কিউবাকে ট্রাম্পের …
  • ১২ জানুয়ারি ২০২৬
চবির সেই শিক্ষককে হেনস্থায় ঢাবি সাদা দলের উদ্বেগ, জড়িতদের ব…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9