নোবেলজয়ী নার্গেস মোহাম্মদীকে গ্রেপ্তার করল ইরান

নার্গেস মোহাম্মদী
নার্গেস মোহাম্মদী  © সংগৃহীত

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও নারী অধিকার কর্মী নার্গেস মোহাম্মদীকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। তার ফাউন্ডেশনের বরাতে জানা গেছে, ৫৩ বছর বয়সী মোহাম্মদীকে পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে সহকর্মীদের সঙ্গে আটক করা হয়। শনিবার (১৩ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

মিসেস মোহাম্মদীর স্বামী তাগি রহমানি বলেন, ‘তারা নার্গেসকে সহিংসভাবে গ্রেপ্তার করেছে। আইনজীবীর ভাই স্মৃতিসৌধে তার গ্রেপ্তার প্রত্যক্ষ করেন। এই কাজ মানবাধিকার আইনের পরিপন্থি।’

নোবেল কমিটি এক বিবৃতিতে জানায়, তারা নার্গেস মোহাম্মদীর ‘নৃশংস গ্রেপ্তারে’ গভীরভাবে উদ্বিগ্ন এবং কর্তৃপক্ষকে অবিলম্বে মোহাম্মদীর অবস্থান স্পষ্ট করার, তার নিরাপত্তা নিশ্চিত করার এবং শর্ত ছাড়াই মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে তারা। 

এর আগে, মিসেস মোহাম্মদী ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পর থেকে ইরানি কর্তৃপক্ষের ওপর দমন-পীড়ন তীব্র করার অভিযোগ করে আসছিলেন। গত সপ্তাহে তিনি টাইম ম্যাগাজিনে একটি নিবন্ধও লেখেন। যেখানে উল্লেখ করা হয়, ইরান ব্যক্তিগত বা জনজীবনের সকল দিক নিয়ন্ত্রণ করছে। নজরদারি, সেন্সরশিপ, নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন এবং সহিংসতার ক্রমাগত হুমকির কারণে তাদের শান্তি বিঘ্নিত হচ্ছে।

প্রসঙ্গত, ইরানে নারী নির্যাতনের বিরুদ্ধে এবং মানবাধিকার প্রচারে সক্রিয়তার জন্য মিসেস মোহাম্মদীকে ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়। ২০২১ সাল থেকে তেহরানের এভিন কারাগারে বন্দী থাকার পর ২০২৪ সালের ডিসেম্বরে চিকিৎসা দিতে তিন সপ্তাহের জন্য জেল থেকে অস্থায়ী মুক্তি দেয়া হয় তাকে।

গত এক বছর ধরে তিনি বাধ্যতামূলক হিজাব পরতে এবং দেশজুড়ে সহকর্মী কর্মীদের সাথে দেখা করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। মোহাম্মদীকে এ পর্যন্ত প্রায় ১৩ বার গ্রেপ্তার করা হয় এবং ৩৬ বছরেরও বেশি কারাদণ্ড এবং ১৫৪টি বেত্রাঘাতের শাস্তি দেয়া হয় বলে জানিয়েছে তার ফাউন্ডেশন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence