সত্যিই কি ভারতের ৫ বিমান ধ্বংস করেছে পাকিস্তান?

০৭ মে ২০২৫, ০৮:৩৯ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১১ PM
ভারতের যুদ্ধবিমান

ভারতের যুদ্ধবিমান © সংগৃহীত

ভারতের মিসাইল হামলার জবাবে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বুধবার (৭ মে) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটক করারও দাবি করেছেন তিনি।

খাজা আসিফ বলেন, ভারত যদি আগ্রাসী মনোভাব পরিহার করে তাহলে তারা আলোচনায় বসতে প্রস্তুত। কিন্তু দেশটি যদি শত্রুতাপূর্ণ কার্যকলাপ চালিয়ে যায়, তাহলে পাকিস্তানও চুপ করে থাকবে না। “যদি এসব শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড বন্ধ হয়, আমরা অবশ্যই ভারতের সঙ্গে কথা বলব। আমরা চাই না এই পরিস্থিতি আরও খারাপ হোক,” বলেন তিনি। তবে ভারত থেকে যদি আগ্রাসনের ধারা অব্যাহত থাকে, তাহলে পাকিস্তান পাল্টা জবাব দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুন: পাকিস্তান-ভারতের পাল্টাপাল্টি হামলা, কোন দেশের কতজন মারা গেলেন?

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় হামলার পরপরই পাল্টা অভিযানে ভারতের সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে সেটি ধ্বংস করা হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি সম্প্রচারমাধ্যম পিটিভিকে বলেছে, মঙ্গলবার মধ্যরাতে নয়াদিল্লির ছোড়া মিসাইলের জবাবে ইসলামাবাদ দ্রুত পাল্টা আঘাত হানে।

এ ছাড়া, নিয়ন্ত্রণ রেখার দুদনিয়াল সেক্টরে পাকিস্তানের ছোড়া মিসাইল ভারতীয় সেনাবাহিনীর একটি চৌকি ধ্বংস করেছে বলে জানিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন। হামলার সময় একটি ড্রোনও গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।

প্রথমে পাকিস্তানের পক্ষ থেকে তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা বলা হলেও সর্বশেষ প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, এই সংখ্যা এখন পাঁচে পৌঁছেছে।

আরও পড়ুন: পারমাণবিক অস্ত্রে এগিয়ে পাকিস্তান, সেনা-নৌ-বিমান বাহিনীতে কার কত অস্ত্র?

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পায় ২২ এপ্রিল। ওই দিন ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। অবশেষে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতীয় ওই হামলায় এখন পর্যন্ত অন্তত আটজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে বলে জানিয়েছেন তিনি।

কুমিল্লা-৪: প্রার্থিতা ফিরে পেতে বিএনপির মঞ্জুরুল আহসান মুন…
  • ২০ জানুয়ারি ২০২৬
সর্বোচ্চ দল নিয়ে বুধবার শুরু হচ্ছে ১৬তম জাতীয় আরচ্যারী চ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
সুজুকি মোটরবাইক প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে যুগ্ম চ্যাম্পিয়ন …
  • ২০ জানুয়ারি ২০২৬
ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতির আওতায় আসছে রাজধানীর বাস
  • ২০ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচনের স্থগিতাদেশ গণতান্ত্রিক অধিকার হরণ ও স্বৈরা…
  • ২০ জানুয়ারি ২০২৬
প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9