টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে ফিলিস্তিনের ৭ বিশ্ববিদ্যালয়
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৭:৩৯ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৬ PM
টাইমস হায়ার এডুকেশনের ‘এশিয়ান ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৫’ সালের র্যাংকিং তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) তাদের ওয়েবসাইটে এই র্যাঙ্কিং প্রকাশ করেছে। তালিকায় এশিয়ার ৩৫টি অঞ্চলের ৮৫৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এশিয়া বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে এটি ১৩তম সংস্করণ।
২০২৫ সালের এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ফিলিস্তিনের ৭ বিশ্ববিদ্যালয়। এতে দেশটির মধ্যে তালিকায় শীর্ষে রয়েছে আন নাজাহ ন্যাশনাল ইউনিভার্সিটি।
আরও পড়ুন: টাইমস হায়ার র্যাংকিংয়ে দেশের যে ৫ বিশ্ববিদ্যালয় শীর্ষে, তালিকায় নেই ঢাবি
তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, এশিয়া অঞ্চলে সেরা ৫০১-৬০০ এর মধ্যে স্থান করে নিয়েছে আন নাজাহ ন্যাশনাল ইউনিভার্সিটি। তালিকায় থাকা ফিলিস্তিনের অন্য ৬ টি বিশ্ববিদ্যালয় হলো—আল কুদ্স ইউনিভার্সিটি, আরব আমেরিকান ইউনিভার্সিটি, হেব্রোন ইউনিভার্সিটি, প্যালেস্টাইন আহলিয়া ইউনিভার্সিটি, প্যালেস্টাইন পলিটেকনিক ইউনিভার্সিটি ও টেকনিক্যাল ইউনিভার্সিটি।
গত বছর টাইমস হায়ার এডুকেশনের ‘এশিয়ান ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে যুদ্ধবিধ্বস্ত গাজার ‘ইসলামিক ইউনিভার্সিটি অব গাজা’ বিশ্ববিদ্যালয়টি স্থান পেয়েছিল। তবে এবছর তালিকায় বিশ্ববিদ্যালয়টি খুঁজে পাওয়া যায়নি। ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি হামলা শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে তার একটা উদাহরণ এটি।
টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং মানসম্মত বিভিন্ন পারফরম্যান্স সূচক ব্যবহার করে শিক্ষার মান, শিক্ষায় গবেষণার পরিবেশ, গবেষণায় শ্রেষ্ঠত্বের অবস্থান, ইন্ডাস্ট্রিতে সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে করে। বিশ্বের অন্যতম র্যাংকিংয়ে ২০২৫ সালের সংস্করণে ১১৫টি দেশ ও অঞ্চলের ২০০০টির বেশি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করেই তালিকা করা হয়েছে।