ফরিদপুরে বোমা সন্দেহে নীল রংয়ের ব্যাগ ঘিরে রেখেছে যৌথ বাহিনী © টিডিসি ফটো
ফরিদপুর সদরের আলীপুর আলীমুজ্জামান সেতুর ওপর থেকে বোমা সন্দেহে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগটিকে বর্তমানে নিরাপদ দূরত্বে বালু দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে। এটি পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে পুলিশের বোমা ডিসপোজাল ইউনিটের বিশেষ টিমকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ৮টা থেকে শহরের আলীমুজ্জামান সেতুর ওপর এলাকাটি ঘিরে রাখে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। বেলা সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর ডিসপোজাল ইউনিটের সহায়তায় বস্তুটি উদ্ধার করে কুমার নদের পার্শ্ববর্তী আলীপুর বিসর্জন ঘাটে নিয়ে যাওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে আলীমুজ্জামান সেতুর পশ্চিম পাড়ের রেলিংয়ের সঙ্গে রাখা গাছের গুঁড়ির ওপর নীল রঙের একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। এলাকাটি অত্যন্ত জনবহুল এবং শহরের দুই পাড়ের যোগাযোগের অন্যতম মাধ্যম হওয়ায় খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা অবস্থান নেন এবং এলাকাটি ঘিরে রাখেন। এরপর ডিসপোজাল টিম যাবতীয় প্রস্তুতি নিয়ে ব্যাগের ভেতরে থাকা বস্তুটি বের করে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে। দেখা যায়, লাল রঙের একটি বস্তুর সঙ্গে তার প্যাঁচানো রয়েছে। পরে সেটিকে প্রায় ৩০০ মিটার দূরে ব্রিজের নিচে বিসর্জন ঘাটে নিয়ে বালুর ভেতরে রাখা হয়। দুপুর ৩ টা এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানটি ঘিরে রেখেছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন বলেন, ‘সেনাবাহিনীর মাধ্যমে জানতে পারি আলীপুর ব্রিজের ওপর নীল রঙের একটি ব্যাগের ভেতরে বোমা সদৃশ বস্তু রাখা আছে। এলাকাটি জনবহুল হওয়ায় আমাদের টিম গিয়ে বস্তুটি উদ্ধার করে আপাতত বিসর্জন ঘাটে রেখেছে।’ তিনি আরও বলেন, ‘আসলে এটি বোমা কি না, তা এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। তবে ব্যাগের ভেতরে লাল রঙের একটি বস্তু আছে এবং বস্তুটির সঙ্গে তার প্যাঁচানো রয়েছে। ঢাকা থেকে বোমা ডিসপোজাল ইউনিটের বিশেষ সদস্যরা আসছেন। তারা এসে এটি পরীক্ষা করার পর বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।’