গ্যাসের মারাত্মক স্বল্পচাপ রাজধানী যেসব এলাকায়

১০ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ AM
তিতাস গ্যাস

তিতাস গ্যাস © সংগৃহীত

মিরপুর রোডে গণভবনের সামনে তিতাস গ্যাসের একটি প্রধান বিতরণ লাইনের ভালভ ফেটে লিকেজ হওয়ায় রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। শনিবার (১০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন জানায়, মিরপুর রোডের ওই স্থানে বিতরণ লাইনের একটি ৪ ইঞ্চি ব্যাসের ভালভ হঠাৎ ফেটে যায়। খবর পাওয়ার পরপরই বড় ধরনের দুর্ঘটনা এড়াতে জরুরি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। লিকেজ মেরামতের স্বার্থে সংশ্লিষ্ট বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে লাইনে গ্যাসের চাপ মারাত্মকভাবে কমে গেছে।

গ্যাসের এই তীব্র স্বল্পচাপের কারণে ধানমণ্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ ও গাবতলীসহ সংলগ্ন এলাকাগুলোর বাসিন্দারা বিপাকে পড়েছেন। অনেক এলাকায় চুলায় গ্যাস না থাকায় শুক্রবার সকাল থেকেই রান্না কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। গৃহস্থালি গ্রাহকদের পাশাপাশি বাণিজ্যিক ও শিল্প পর্যায়ের গ্রাহকরাও এই সংকটের মুখে পড়েছেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ৪ ইঞ্চি ব্যাসের ভালভটি দ্রুততম সময়ের মধ্যে পরিবর্তনের কাজ চলছে। মেরামত কাজ শেষ হওয়ার পর ধাপে ধাপে বিতরণ লাইনে গ্যাসের চাপ বাড়ানো হবে। তবে কাজ চলাকালীন সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ বা সরবরাহ বিঘ্ন অব্যাহত থাকতে পারে। অনাকাঙ্ক্ষিত এই সংকটের জন্য দুঃখ প্রকাশ করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস, গ্যাস সংকট ঢাকা, মিরপুর রোড গ্যাস লিকেজ, ধানমণ্ডি গ্যাস সমস্যা, মোহাম্মদপুর গ্যাস সংকট, তিতাস গ্যাস বিজ্ঞপ্তি ২০২৬

এসইউবিতে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’: নতুন স্বপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬