ব্যবসায়ীকে জরিমানা © সংগৃহীত
ফেনীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৩ জানুয়ারি) শহরের খাজুরিয়া এলাকায় অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার অধিদপ্তর ফেনী জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, বিইআরসি কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় খাজুরিয়া এলাকার গ্যাস পরিবেশক মেসার্স ইস্টার্ন ট্রেডিং কর্পোরেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্ধারিত ১ হাজার ২৫৩ টাকার পরিবর্তে ১ হাজার ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার বিক্রি করায় এ জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস ক্রয়-বিক্রয় না করার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।
এদিন পৃথক অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের অভিযোগে আলিম উদ্দিন সড়ক এলাকার মেসার্স হাবিব উল্লাহ খাদ্য বিতানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করে তা ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের করণীয় ও বর্জনীয় বিষয় লিখিতভাবে প্রদান করা হয় এবং সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের এই অভিযান পরিচালিত হয়েছে। ভোক্তারা যেন নিরাপদ ও মানসম্মত পণ্য পান এবং প্রতারিত না হয় সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শামসুল আরেফীন ও জেলা পুলিশের একটি টিম অংশ নেন।