প্রতীকী ছবি © সংগৃহীত
২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। ঘোষিত দামে গ্রাহক পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিন—সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে দুই টাকা করে কমানো হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন দর অনুযায়ী, ডিজেল ১০৪ টাকা থেকে কমে ১০২ টাকা, অকটেন ১২৪ টাকা থেকে ১২২ টাকা, পেট্রল ১২০ টাকা থেকে ১১৮ টাকা এবং কেরোসিন ১১৬ টাকা থেকে কমে ১১৪ টাকা প্রতি লিটার বিক্রি হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা গেজেট অনুযায়ী, এই নতুন মূল্যহার আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।