আজ সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কয়েক জেলায়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ AM
ট্রান্সফরমার সংরক্ষণ ও মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন, জরুরি রক্ষণাবেক্ষণ কাজ এবং গাছপালার শাখা–প্রশাখা কর্তনের জন্য আজ শনিবার দেশের চট্টগ্রাম, সিলেটসহ একাধিক জেলায় টানা ৯ ঘণ্টাসহ বিভিন্ন সময়সূচিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ–১ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের আওতাধীন জল্লারপাড়, কিনব্রিজ, নবাব রোড, লালাদিঘীরপাড়, ঘাসিটুলা, পুলিশ লাইন, সার্কিট হাউজ, কলাপাড়া এবং ভাতালিয়া ফিডারের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় সিজিএম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, সিলেট বেতার, সাগর দিঘীরপাড়, দাড়িয়াপাড়া, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর গলি, মদনমোহন কলেজ, লামাবাজার, মাছুদিঘীরপাড়, রামেরদিঘীরপাড়, তালতলা, তেলিহাওর, শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকা, পশ্চিম কাজিরবাজার, জিতু মিয়ার পয়েন্ট, কুয়ারপাড়, বিলপাড়, ইঙ্গুলাল রোড, নবীন আবাসিক এলাকা, ভাঙাটিকর, শামীমাবাদসহ আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না। শাটডাউন চলাকালে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ লাইন সচল রয়েছে ধরে নিয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
আরও পড়ুন: শিক্ষক পরিবারের সন্তান হাদির একাডেমিক ফলাফল যেমন ছিল
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকাতেও শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে পল্লী বিদ্যুতের তাহিরপুর সাব–জোনাল অফিসের সহকারী ম্যানেজার আলাউল হক সরকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তাহিরপুর সাব–স্টেশনে বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাহিরপুর সদর, বাদাঘাট, দক্ষিণ বড়দল, উত্তর বড়দল, উত্তর শ্রীপুর, দক্ষিণ শ্রীপুর ও বালিজুরী (বালিজুরী গ্রাম ব্যতীত) ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে সাময়িক অসুবিধার জন্য এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রংপুর নগরীর বেশ কিছু এলাকাতেও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ–১, রংপুরের নির্বাহী প্রকৌশলী মো. মকছেদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি শাপলা ও আবহাওয়া ফিডারের আওতাধীন লাইনের পার্শ্ববর্তী গাছের শাখা–প্রশাখা কর্তন এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শাপলা ফিডারের আওতায় চন্দ্রার মোড়, চারতলা মোড়, শাপলা তেলের পাম্প, চামড়া পট্টি, গ্র্যান্ড হোটেল মোড়ের রাস্তার দুই পাশ, প্রেস ক্লাব গলি, জাহাজ কোম্পানি মোড় থেকে দেওয়ান বাড়ি ট্রান্সফরমার, শাহ আমানত শপিং কমপ্লেক্স, আগমনী কাউন্টার ও আদর্শ স্কুল মোড় সংলগ্ন এলাকা বিদ্যুৎহীন থাকবে। আবহাওয়া ফিডারের আওতায় আবহাওয়া অফিস এলাকা, চারতলা মোড়, বীকন মোড়, বউ বাজার, আলমগীর মসজিদ, করণজাই রোড, সেনপাড়া, এরশাদের বাসার দক্ষিণ রোড, মুলাটোল হকের গলি ও রতন স্পোর্টিং ক্লাব সংলগ্ন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন: সহিংসতার আহ্বান জানিয়ে পোস্ট করলে দেওয়া যাবে রিপোর্ট, ব্যবস্থা নেবে সরকার
চট্টগ্রাম নগর ও আশপাশের বিস্তৃত এলাকাতেও শনিবার (২০ ডিসেম্বর) দিনজুড়ে একাধিক সময়সূচিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) চট্টগ্রাম অঞ্চলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রিড ও উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণ, ব্রেকার পরীক্ষা, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের মেরামত, ট্রান্সফরমার উন্নয়ন এবং জরুরি সংস্কারকাজের কারণে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কাজ সময়মতো শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে, তবে কাজের অগ্রগতির ওপর সময়সূচি পরিবর্তিত হতে পারে।
বিউবোর বিজ্ঞপ্তিতে ফিডারভিত্তিক সময়সূচি অনুযায়ী নগরের আইইবি, চট্টগ্রাম ক্লাব, আর্মি ক্যাম্প, এম এ আজিজ স্টেডিয়াম, ওয়াসা, দামপাড়া, গোল পাহাড় মোড়, প্রবর্তক মোড়, পাঁচলাইশ, স্টেশন রোড, সিআরবি, ফিরিঙ্গীবাজার, কোতোয়ালী, খাতুনগঞ্জ, চাক্তাই, আগ্রাবাদ, খুলশী, জালালাবাদ, পাহাড়তলী, সীতাকুণ্ড, পটিয়া, রাঙামাটি পৌর এলাকা ও আশপাশের বিস্তৃত শিল্প ও আবাসিক এলাকায় নির্ধারিত সময় অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিউবো জানিয়েছে, রক্ষণাবেক্ষণকাজ চলাকালে লাইন স্পর্শ করা বা যেকোনো বৈদ্যুতিক কাজ করা ঝুঁকিপূর্ণ। পরিস্থিতি অনুকূলে থাকলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। একই সঙ্গে সংস্কারকাজ শেষ হলে সংশ্লিষ্ট ফিডারগুলোতে ভোল্টেজ ওঠানামা কমে সামগ্রিক সেবা আরও স্থিতিশীল হবে বলেও জানানো হয়েছে।