আজ সকাল থেকে টানা ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না ৩ জেলায়

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড  © সংগৃহীত

বার্ষিক রক্ষণাবেক্ষণ, জরুরি মেরামত ও উন্নয়নকাজের কারণে আজ শনিবার (১৩ ডিসেম্বর) মুন্সীগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন এলাকায় নির্ধারিত সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মুন্সীগঞ্জে মীরকাদিম গ্রিড উপকেন্দ্র, এমইউ-৪ ও এমইউ-৬ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সানোয়ার হোসেন। তিনি জানান, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা অন্তত ৮৭টি এলাকায় বিদ্যুৎ থাকবে না। এছাড়া সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৬ ঘণ্টা প্রায় ৬৬টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায় সেগুলো হলো—ইদ্রাকপুর, বাগমামুদালীপাড়া (আংশিক), মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস, হাটলীগঞ্জ, নয়াপাড়া, লঞ্চঘাট, গণপূর্ত কমপ্লেক্স, সদর উপজেলা, ফায়ার সার্ভিস, পুলিশ লাইন্স, ইয়াজউদ্দিন কলেজ, নয়াগাঁও পূর্বপাড়া (আংশিক), নয়াগাঁও মধ্যপাড়া (আংশিক), গোসাইবাগ (আংশিক), নয়াগাঁও পশ্চিমপাড়া (আংশিক), মিরেশ্বর (আংশিক), মুক্তারপুর (আংশিক), এলাইড কোল্ড স্টোরেজ, মালিরপাথর (আংশিক), পৌরমার্কেট, উত্তর ইসলামপুর, দক্ষিণ ইসলামপুর, ফরাজিবাড়ীর ঘাট, ইদ্রিস আলী মাদবর পলিটেকনিক্যাল, যোগিনীঘাট (আংশিক), মোল্লারচর, সুপারমার্কেট, মুন্সীগঞ্জ বাজার (আংশিক), জগধাত্রীপাড়া, জমিদারপাড়া, পুরাতন কাচারী, অসজিদ মার্কেট, কলেজপাড়া, খালইস্ট (আংশিক), পাঁচঘরিয়াকান্দি, মুন্সীগঞ্জ সদর থানা, যোগিনীগাট, পূর্ব শীলমন্দির।

এছাড়া রমজানবেগ, অসিমনগর (আংশিক), উত্তর চরমগুরা, কুয়েতপাড়া, দক্ষিণ চরমশুরা, ফুলতলা, টরকী, ইসলামপুর, চরঝাপটা, কাউয়াদী, আলীরটেক বাজার, বর্ষারচর, মহনপুরিয়া কান্দি, চরকিশোরগঞ্জ, মধ্যচরহোগলা, চর হোগলা, মালদ্বীপ, গুচ্ছগ্রাম, ওহেরকান্দি, হামিদপুর, ভিটিহোগলা, চরকেওয়ার, হোগলাকান্দি, কাটাখালী (আংশিক), উত্তর কেওয়ার, মধ্য কেওয়ার, বাগেশ্বর, মধ্য মহাকালী, উত্তর মহাকালী, ঘাসিপুকুরপাড়, সাতানীখিল বাজার, লোহারপুল, নুরাইতলী, মাকুহাটি পশ্চিম, মাকুহাটি উত্তর, টেকনিক্যাল কলেজ, ভিটিশীলমন্দি (আংশিক), রনছ পারুলপাড়া, কাটাখালী (আংশিক), মুন্সীগঞ্জ কলেজ, জেলা প্রাণিসম্পদ হাসপাতাল, টিএন্ডটি অফিস, জেলা শিক্ষা অফিস, জেলা আনসার অফিস, ডায়াবেটিস হাসপাতাল, মুন্সীরহাট বাজার, চরহায়দ্রাবাদ, জসিম নগর, টরকী, টরকী বাতাকান্দি, চরশীলমন্দি ও চরডুমুরিয়ার আওতায় হামিদপুর (আংশিক) এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: ঢাবির তিন ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৩৭ জন

অন্যদিকে মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন জানান, কুলাউড়া ৩২/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের কারণে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপকেন্দ্রের আওতাধীন সব ফিডার বন্ধ থাকবে। ফলে কুলাউড়া ও জুড়ী উপজেলায় সম্পূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক ভোগান্তির জন্য তিনি গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেন।

এদিকে ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ, বিদ্যুৎ লাইন উন্নয়ন ও গাছপালার শাখা-প্রশাখা কাটার কাজের জন্য সিলেট নগরীর বিভিন্ন এলাকায় দুই দিন নির্ধারিত সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ-১ ও বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীরা।

বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডার ও ১১ কেভি উপশহর ফিডারের আওতাধীন ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না। এসব এলাকার মধ্যে রয়েছে—শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া ও রাজপাড়া।

অন্যদিকে বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৩৩/১১ কেভি লাক্কাতুড়া উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ফিডার ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার মধ্যে রয়েছে—কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা, পাহাড়িকা, বড়বাজার, লাক্কাতুড়া স্টেডিয়াম, লাক্কাতুড়া বাজার, মুসলিমপাড়া, মালনীছড়া, রূপসা আবাসিক, আবদানি, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা বাগান, মহালদিক, উমদারপাড়া, লিলাপাড়া, দাপনাটিলা, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা ও সালুটিকরঘাট।

এছাড়া লাক্কাতুড়া উপকেন্দ্রের বড়বাজার, বনশ্রী ও বাদামবাগিচা ফিডারের আওতাধীন এলাকাগুলো হলো—বনশ্রী, বাদামবাগিচা, ইলাশকান্দি, উদয়ন, চৌকিদেখী, আনার মিয়ার গলি, বাঁশবাড়ি গলি, সিলসিলা গলি, রূপসা গলি, মোল্লাপাড়া গলি, মালনীছড়া, মুসলিমপাড়া ও লাক্কাতুড়া বাজার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence