ডাকসুর চূড়ান্ত ফল কয়টায়, যা জানা যাচ্ছে

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১১ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১১ PM
ডাকসু নির্বাচন

ডাকসু নির্বাচন © টিডিসি সম্পাদিত

বড় ধরনের সংঘাত-সহিংসতা ছাড়াই সম্পন্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ। যদিও একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন প্রার্থীরা। দিনভর উচ্ছ্বাসের পাশাপাশি ছিল উত্তেজনাও। বিকেল চারটায় ভোটগ্রহণ শেষে পাঁচটার দিকে শুরু হয় ভোট গণনা। তবে কয়টা নাগাদ নির্বাচনের ফলাফল প্রকাশ হতে পারে তা নিয়ে সুস্পষ্ট কোনো তথ্য জানাতে পারছেন না নির্বাচনী কর্মকর্তারা।

রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ কেন্দ্রে হল সংসদের আংশিক গণনা শেষ হয়েছে। হলের ভোট গণনা শেষ হলে কেন্দ্রের গণনা শুরু হবে। কার্জন হল কেন্দ্রের প্রধান ড. এ এস এম মহিউদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, রাত ১২টার আগে ফল প্রকাশ কোনোভাবেই সম্ভব হবে না। সাড়ে ১২টা থেকে ১টা বাজতে পারে ফল প্রকাশ হতে। ক্ষেত্রবিশেষে এর বেশিও লাগতে পারে সময়।

এর আগে মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। নির্বাচনে অমর একুশে হল ও টিএসসি কেন্দ্রে দুটি ব্যালট পেপার সংক্রান্ত সমস্যার অভিযোগ উঠছে। সর্বশেষ তথ্যমতে, ৮০ শতাংশেরও বেশি ভোট পড়েছে মিনি পার্লামেন্টখ্যাত এই এই নির্বাচনটিতে। জানতে চাইলে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বিকাল সাড়ে ৪টায় দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিকভাবে বড় ধরনের সমস্যা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুটি ব্যালটের ক্ষেত্রে অভিযোগ পাওয়া গেছে। এর বাইরে খণ্ড খণ্ড কয়েকটি অভিযোগ কয়েকজন প্রার্থী দিয়েছেন।

নির্বাচনের সামগ্রিক দিক নিয়ে বিকালে সংবাদ সম্মেলনে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এ সময় তিনি বলেন, ‘মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে যে ডাকসু দেখতে চেয়েছিলাম, সেটিই ভালোভাবেই হচ্ছে। তিনি বলেন, বহুবছর পরে মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে যে ডাকসু দেখতে চেয়েছিলাম, সেটি ভালোভাবেই হচ্ছে। এখন পর্যন্ত ৭০ ভাগের বেশি ভোট কাস্ট হয়েছে। আমরা আসা করছি যথাসময়ে ভোটের আজ শেষ করতে পারবো। চারটার পরেও যারা লাইনে থাকবে তাদের ভোট দেওয়া সুযোগ থাকবে। আমরা বিভিন্ন কেন্দ্র থেকে ভালো খবর পেয়েছি।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫