ইবিতে সাজিদের মৃত্যুর সময়ের সিসিটিভি ফুটেজ গায়েব, প্রশাসনকে আল্টিমেটাম 

০৪ আগস্ট ২০২৫, ০৮:০৪ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ০৬:২৯ PM
মানববন্ধন

মানববন্ধন © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর ঘটনায় সিসিটিভি ফুটেজ গায়েবের অভিযোগ তুলে তার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের সামনে হাজির করতে আল্টিমেটাম দেন তারা। 

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জাস্টিস ফর শহীদ সাজিদ আব্দুল্লাহর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থী রাকিব বলেন, ১৭৫ একরের ক্যাম্পাসে একজন শিক্ষার্থী খুন হয়েছে এটা অত্যন্ত লজ্জার। এ সামান্য একটা ক্যাম্পাসে খুন হয়ে গেছে অথচ আজকে ১৮ দিন হয়ে গেলেও এর প্রকৃত ঘটনা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। অত্যন্ত আশ্চর্যের বিষয় হচ্ছে ১৬ তারিখে হঠাৎ করেই নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে আইসিটি সেল থেকে গায়েব হয়ে গেল। এটা স্পষ্টভাবে ইঙ্গিত করেছে যে কেউ না কেউ এর পিছনে প্রভাব বিস্তারকারী আছে। নিশ্চিত ভাবেই ক্ষমতাধর কারো প্রভাবে এটি করা হয়েছে এবং প্রশাসন কতটা অবহেলার সাথে এটা মেইনটেইন করছে তা বলতে বাকি নেই।

আরেক শিক্ষার্থী রেজাউল বলেন, আজকে ১৮ দিন পরে আপনারা এসে বলবেন সেদিনের সিসিটিভি ফুটেজ আমরা পাই নাই, এই তামাশার মানে কি? শিক্ষার্থীদের জীবন নিয়ে আপনারা খেলতে পারেন না। আমাদের রক্তের উপর দাঁড়িয়েই প্রশাসন আজ এসি রুমে আছেন। যদি কোন গোষ্ঠীর কারো প্রভাবে আপনারা কিছু করেন আপনাদের জুলাইয়ের চেয়ে দ্বিগুণ জবাব দিতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের সামনে উপস্থাপন না করলে আপনাদের উপর থেকে বিশ্বাস ও আস্থা সরিয়ে নিয়ে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। 

সায়েম আহমেদ বলেন, আজকে যখন শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে আপনারা বললেন যে ১৬ তারিখের বিকেল পাঁচটা থেকে রাত ১১ টা পর্যন্ত সিসিটিভি ফুটেজ আপনারা পান নাই, আপনাদের কি লজ্জা করল না? এমনই দিনের সিসিটিভি ফুটেজ গায়েব হয়ে গেল যেদিন এই বিশ্ববিদ্যালয়ে একটা খুন হয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই সিসিটিভি ফুটেজ গায়েব হওয়ার দায় নিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজস্ব স্বকীয়তায় কাজ করতে পারছে কিনা সে বিষয়ে আমাদের সন্দেহ হয়। আমরা আপনাদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি, এর মধ্যে তদন্ত কমিটি, আইসিটি সেল এবং বিশ্ববিদ্যালয় নিরাপত্তা প্রশাসনকে স্পষ্ট বিবৃতি দিতে হবে। নইলে আমরা আইসিটি সেল ঘেরাও করবো। 

গোপালগঞ্জে শুটারগানসহ তৌহিদুল গ্রেপ্তার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী-মামুনুল হক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিপিএলের নতুন সূচি প্রকাশ, চট্টগ্রামে নেই ম্যাচ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজার ঢল ছাড়াল রাজধানীর কয়েক এলাকায়
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শিক্ষকতায় ফেরা হলো না বিশেষ সহকারীর, পদত্যাগপত্র গৃহীত অবসর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জে মরা গরুর পঁচা মাংস বিক্রি: ব্যবসায়ীকে ১৫ দিনের ক…
  • ৩১ ডিসেম্বর ২০২৫