সেই ছাত্রদল নেতা গ্রেপ্তার

০৫ ডিসেম্বর ২০২৫, ০১:২২ PM , আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ PM
কৃষি কর্মকর্তাকে মারধর

কৃষি কর্মকর্তাকে মারধর © টিডিস ফটো

শেরপুরের নকলা উপজেলায় সরকারি কৃষি প্রণোদনা না পাওয়াকে কেন্দ্র করে কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শেরপুর শহরের বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাহাত হাসান কাইয়ুম নকলা পৌরসভার ধুকুরিয়া গ্রামের সুরুজ মাওলার ছেলে। একই দিন বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে নকলা থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের যৌথ অভিযানে আসামি রাহাত হাসান কাইয়ুমকে আটক করা হয়। পরে বিকেলে রিমান্ড আবেদনের মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর দুপুরে সরকারি কৃষি প্রণোদনা না দেওয়ায় নকলা উপজেলার কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর অফিসকক্ষে প্রবেশ করে তাকে মারধর করেন রাহাত হাসান কাইয়ুম এবং ছাত্রদল কর্মী ফজলু। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনার পর কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী বাদী হয়ে নকলা থানায় কাইয়ুম ও ফজলুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় কেন্দ্রীয় ছাত্রদল রাহাত হাসান কাইয়ুমকে বহিষ্কার করে।

রিজার্ভ ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার
  • ০১ জানুয়ারি ২০২৬
কমল জ্বালানি তেলের দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
  • ০১ জানুয়ারি ২০২৬
‘দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬