ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় রাবি ভিসির

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করছেন উপাচার্য
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করছেন উপাচার্য

ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।  আজ সোমবার সকালে  ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে বাইরে অবস্থান করা অভিভাবকদের সঙ্গে এই কুশল বিনিময় করেন তিনি।

এসময় অভিভাবক ও পরীক্ষার্থীদের আবাসন, খাবার ও নিরাপত্তার কোনো সমস্যা হচ্ছে কিনা তা জানতে চান উপাচার্য।

আরও পড়ুন: রাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে চায় অভিভাবকেরা

কুশল বিনিময়কালে উপচার্যের সঙ্গে উপ উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও উপ উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম এবং কোষাধ্যক্ষ প্রফেসর (অব.)মো. অবায়দুর রহমান প্রামানিক ও জনসংযোগ প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সোমবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই শিফটে গ্রুপ-১ (বিজ্ঞান) থেকে অংশ নেয় ১৭ হাজার ৬৮৩ জন পরীক্ষার্থী আরও গ্রুপ-১ (অ-বিজ্ঞান) থেকে ১ হাজার ৬৭৫ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এছাড়া বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফট, বেলা ১টা থেকে ২টা পর্যন্ত তৃতীয় শিফট এবং বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ‘সি’ ইউনিটের চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব শিফটে মোট ৭২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী অংশ নেবেন।


সর্বশেষ সংবাদ