বুধবার উদ্বোধন

৭০ শতাংশ স্কোর থাকলেই বিএসির সনদ পাবে বিশ্ববিদ্যালয়

১৮ জুলাই ২০২২, ০২:৪০ PM
৭০ শতাংশ স্কোর থাকলেই বিএসির সনদ পাবে বিশ্ববিদ্যালয়

৭০ শতাংশ স্কোর থাকলেই বিএসির সনদ পাবে বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

দেশের উচ্চশিক্ষায় ‘গুণগত মান’ রয়েছে এমন বিশ্ববিদ্যালয়গুলোকে স্কোর অনুযায়ী সনদ দেবে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)। তবে শিক্ষায় ‘গুণগত মান’ না থাকা বিশ্ববিদ্যালয়গুলো এই সনদ পাবে না। নির্দিষ্ট মানদন্ডের ভিত্তিতে শর্ত পূরণ করলে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে দেওয়া হবে একটি স্কোর। ৭০ শতাংশ বা তার বেশি স্কোর পেলে বিশ্ববিদ্যালয়কে দেওয়া হবে অ্যাক্রেডিটেশন সনদ।

আগামী বুধবার (২০ জুলাই) সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর থেকে সনদ পেতে কাউন্সিলে আবেদন করতে পারবে বিশ্ববিদ্যালয়গুলো। এ উপলক্ষে আজ সোমবার বিকেল ৩টায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএসি। 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বিএসি আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে উক্ত আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করবেন। সংবাদ সম্মেলনে কাউন্সিলের পূর্ণকালীন সদস্যরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: ১৪০ ক্রেডিটের নিচে চার বছরের স্নাতক প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন নয়

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) আইন-২০১৭ অনুসরণ করে ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে অ্যাক্রেডিটেশন বিধিমালা-২০২১। এই বিধিমালা মেনেই বিশ্ববিদ্যালয়গুলোকে দেওয়া হবে অ্যাক্রেডিটেশন।

অ্যাক্রেডিটেশন বিধিমালা অনুযায়ী, নির্ধারিত স্কোরের মধ্যে ৭০ শতাংশের বেশি স্কোর পেলে কোনো প্রোগ্রাম বা বিশ্ববিদ্যালয়কে অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট দেওয়া হবে। ৬০ শতাংশ থেকে ৭০ শতাংশ স্কোর পেলে দেওয়া হবে কনফিডেন্স সার্টিফিকেট। তবে ৬০ শতাংশের কম নম্বর পেলে কোনো সার্টিফিকেট দেওয়া হবে না। কনফিডেন্স সার্টিফিকেট প্রাপ্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় অ্যাক্রেডিটেশন মানদন্ড ও শর্তাবলি পূরণ করতে পারলে অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট পাবে।

অ্যাক্রেডিটেশন সার্টিফিকেটের মেয়াদ ইস্যুর তারিখ থেকে পাঁচ বছর। নির্দিষ্ট সময় পর ফের এই সনদ নিতে হবে। তবে কনফিডেন্স সার্টিফিকেটের মেয়াদ ইস্যুর তারিখ থেকে সর্বোচ্চ এক বছর। কনফিডেন্স সার্টিফিকেট কোনোভাবেই নবায়ন করা যাবে না। অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট পাওয়া উচ্চশিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনায় মানদন্ড বজায় রাখার ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটালে কাউন্সিলের নির্বাহী কমিটি নির্দিষ্ট কারণে অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট/ কনফিডেন্স সার্টিফিকেটের বৈধতা স্থগিত করতে পারবে।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ বলেন, অ্যাক্রেডিটেশন সনদ যথাযথ মানের স্বীকৃতি। যে কোর্স বা প্রোগ্রাম অথবা বিশ্ববিদ্যালয় এ স্বীকৃতি পাবে সেটির পড়াশোনা, পাঠদান পদ্ধতিও মানসম্মত বলে বিবেচিত হবে। দেশের উচ্চশিক্ষা সেক্টরকে কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম ম্যানেজমেন্টের আওতায় আনাই আমাদের উদ্দেশ্য।

তিনি বলেন, যারা মানসম্মত পাঠদান করবে না তারা অ্যাক্রেডিটেশন সনদও পাবে না। আগামী বুধবার এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের পর বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আবেদন নেওয়া হবে। অ্যাক্রেডিটেশন কার্যক্রমের বিস্তারিত জানাতে সোমবার (আজ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গণমাধ্যমকে বলেন, অ্যাক্রেডিটেশন কাউন্সিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি, বিভাগ ও একাডেমিক প্রোগ্রামের মান যাচাই করে সনদ দেবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা, অভিভাবকরা জানবেন কোন বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগ বা প্রোগ্রাম কতটা মানসম্পন্ন। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষাকে মানসম্মত করার সুস্থ প্রতিযোগিতা ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি হবে, গবেষণার সংস্কৃতি গড়ে উঠবে।

অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9