রাবিতে আপত্তিকর অবস্থায় ৪ বহিরাগত আটক

১৫ এপ্রিল ২০২২, ০৬:৫৫ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপত্তিকর অবস্থায় চারজন বহিরাগত প্রেমিক যুগলকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে ক্যাম্পাস পরিদর্শনকালে আপত্তিকর অবস্থায় তাদেরকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান তারা।

জানা যায়, নামাজের পূর্ব মূহুর্তে বহিরাগত এসব ছেলেমেয়েরা ক্যাম্পাসে বসে একান্তভাবে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন ও কথাবার্তা বলছিল। এমতাবস্থায় ক্যাম্পাস পরিদর্শনে নেমে শহীদুল্লাহ কলাভবনে ও মমতাজউদ্দিন কলা ভবনের আমতলা থেকে তাদের আটক করে প্রক্টরিয়াল টিম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠ সংলগ্ন ইবলিশ চত্বরের পুকুর পাড়ে এমন কয়েকজন বহিরাগত ছেলেমেয়েকে কঠোরভাবে সতর্ক করে ক্যাম্পাস থেকে বের করে দেন তারা।

আরও পড়ুন: চবিতে বেড়েছে স্থানীয়দের ক্ষোভ, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা

আটককৃত এ ছেলেমেয়েরা তাদের দোষ স্বীকার করে তাদের নিজ কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থণা করেছেন। এমনকি ক্যাম্পাসে এসে এমন কাজ আর কখন না করার কথা জানিয়েছে মুচলেকা প্রদান করেছেন।

প্রক্টরিয়াল টিম সূত্রে জানা যায়, ক্যাম্পাসে বহিরাগত ছেলেমেয়ে আনাগোনা খুবই বেড়ে গেছে। তারা ক্যাম্পাসে এসে বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। বিশেষ করে ক্যাম্পাসের বদ্ধভূমি চত্বর, ইবলিশের পুকুর পাড়, মমতাজ উদ্দিন কলাভবন, শহীদুল্লাহ কলাভবনের সামনের আমতলায় দিন ও রাতের বেলা এমন ঘটনা ঘটছে। তাদের বিভিন্ন সময় আটক করা হলে তারা মুচলেকা দিয়ে ক্ষমা প্রার্থণা করে চলে যাচ্ছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বহিরাগত শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করছে। যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির সাথে যায়না। তবে প্রক্টরিয়াল টিম সর্বদা সতর্ক নজরদারি অব্যাহত রেখেছে। ক্যাম্পাসের মধ্যে দিনে কিংবা রাতে এমন কোন ধরণের কার্যক্রম ঘটলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সর্বদা প্রস্তুত রয়েছে প্রক্টরিয়াল টিম বলে জানান তিনি।

ট্যাগ: রাবি
নির্ধারিত সময়ে শাকসু নির্বাচন চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে উ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
নির্বাচনী ব্যানার, বিলবোর্ড তৈরিতে নির্দেশনা দিল বিএনপি
  • ১৯ জানুয়ারি ২০২৬
সাইফের দুঃখ প্রকাশ
  • ১৯ জানুয়ারি ২০২৬
টেকনাফে ৭৫০ বস্তা সিমেন্ট-ট্রলারসহ ১১ পাচারকারী আটক
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, ভোগান্তি এড়…
  • ১৯ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই চাকরি বসুন্ধরা গ্রুপে, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9