টিএসসিতে নামাজের স্থানে তালা, ছেলে-মেয়ে কেউই নামাজ পড়তে পারবে না

১৩ এপ্রিল ২০২২, ০২:৩৯ PM
টিএসসিতে নামাজের স্থানে তালা

টিএসসিতে নামাজের স্থানে তালা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) নামাজের স্থানে তালা দিয়েছে প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই স্থানে ছেলে বা মেয়ে কেউই নামাজ পড়তে পারবেন না। গতকাল ছাত্রীদের একটি পক্ষের জোরপূর্বক নামাজ আদায়ের পর এ সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে আগে থেকেই ছেলেরা সেখানে নামাজ পড়তে পারতেন।

৫ এপ্রিল টিএসসিতে নামাজের স্থান চেয়ে ভিসিকে স্মারকলিপি দেয় ছাত্রীদের একটি পক্ষ। ভিসিও নামাজের স্থানের ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন বলে ওই ছাত্রীরা জানায়।

গতকাল দুপুরে হঠাৎ করেই ছাত্রীদের একটি পক্ষ সেখানে জোহরের নামাজ আদায় করতে যান। তারা ছাত্রদের নামাজের একটি অংশ পর্দা দিয়ে ঢেকে নিজেদের জন্য নামাজের জায়গা তৈরি করে নেন। এভাবে নামাজের স্থান তৈরির অনুমতি না থাকায় সেখানে বাধা দেন টিএসসির উপদেষ্টা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা। প্রায় দুই ঘণ্টার তর্কাতর্কির পর জোর করে সেখানে নামাজ পড়ে ছাত্রীরা। এই ঘটনার পর কাল রাতে বা সকালের কোন এক সময়ে নামাজের স্থানটিতে তালা দেয় প্রশাসন।

টিএসসিতে গিয়ে দেখা যায়, নামাজের স্থানে তালা দেয়ার পাশাপাশি সেখানে ছাত্রীরা যে পর্দা টাঙিয়ে ছিলো সেগুলোও সরিয়ে ফেলা হয়েছে। শিক্ষার্থীদের একটি অংশের দাবি, সিসি ক্যামরা বন্ধ করে ছাত্রীদের নামাজের জায়গার সরঞ্জাম সরানো হয়েছে। 

আরও পড়ুন- প্রশাসনের বাধা উপেক্ষা করে টিএসসিতে ছাত্রীদের নামাজ আদায়

যোগাযোগ করা হলে টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ আলী আকবর জানান, নামাজের স্থানটি সাময়িকভাবে বন্ধ রেখেছেন তারা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশে এটি করা হয়েছে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এটা সামাজিক-সাংস্কৃতিক জায়গা। এখানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলবে না। আমাদের কাছে খবর আছে এখানে ধর্মীয় উস্কানি দেয়া হচ্ছে। এই জায়গার পরিবর্তে তিনি সবাইকে কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ার পরামর্শ দেন। এদিকে টিএসসিতে ছাত্রীদের নামাজের স্থান নিয়ে পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। নামাজের পক্ষের শিক্ষার্থীরা বলছেন, টিএসসিতে নামাজ পড়তে না দেয়া ধর্মীয় অনুভূতিতে আঘাত। আরেকদল বলছেন, কেন্দ্রীয় মসজিদে আলাদা করে মেয়েদের জন্য নামাজের স্থানের ব্যবস্থা রয়েছে। টিএসসি থেকে সর্বোচ্চ পাঁচ মিনিটের পথ। সেখানে নামাজ পড়া যায়। টিএসসিতে নামাজের স্থান চাওয়া ধর্মীয় উস্কানির নামান্তর।

হাটহাজারীতে আগুনে পুড়ল বাজারের পাঁচ দোকান
  • ২০ জানুয়ারি ২০২৬
ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ২০ জানুয়ারি ২০২৬
কুমিল্লা থেকে নেয়া হচ্ছিল পিস্তল, পথে পুলিশের হাতে ধরা দুই…
  • ২০ জানুয়ারি ২০২৬
গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
  • ২০ জানুয়ারি ২০২৬
কুমিল্লা-৪: প্রার্থিতা ফিরে পেতে বিএনপির মঞ্জুরুল আহসান মুন…
  • ২০ জানুয়ারি ২০২৬
সর্বোচ্চ দল নিয়ে বুধবার শুরু হচ্ছে ১৬তম জাতীয় আরচ্যারী চ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9