ছাত্রলীগের হল সম্মেলন: জয় বাংলায় মুখরিত রাবি

রাবি হল সম্মেলন
রাবি হল সম্মেলন   © টিডিসি ফটো

সমন্বিত হল সম্মেলনকে কেন্দ্র করে জয় বাংলায় মুখরিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। সোমবার (১৪ মার্চ) সকাল থেকে বিভিন্ন হলের পদপ্রত্যাশীদের মিছিলে আন্দোলিত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। সকলে মিছিল নিয়ে সম্মেলনে যোগ দিতে ক্যাম্পাসের সাবাস বাংলাদেশ মাঠে উপস্থিত হচ্ছে।

সরেজমিনে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল, সোহরাওয়ার্দী হল, মাদার বখ্শ হল, শহীদ জিয়া হল, হবিবুর রহমান হল, শাহ মখদুম হল, আমীর আলী হল, লতিফ হলের পদ প্রত্যাশীরা মিছিল বের করেন। 

এছাড়া মেয়ে হলের মধ্যে মন্নুজান হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, খালেদা জিয়া হল, তাপসী রাবেয়া হল ও বেগম রোকেয়া হলের পদপ্রত্যাশীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাবাস বাংলাদেশ মাঠে উপস্থিত হচ্ছেন। এ সময় নেতাকর্মীদের জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

আরও পড়ুন : পাঞ্জাবি কিনলে সয়াবিন ফ্রি

রোকেয়া হলের পদপ্রত্যাশী আভা বলেন, স্লোগানে স্লোগানে মুখরিত আজ বহুল প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল সম্মেলন। চারদিকে এইটা উৎসবের রোল পড়েছে। সব মিলে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। যোগ্য নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা এগিয়ে যাবে বলে মনে করেন এই নেত্রী।

এছাড়া অন্য হলেন পদপ্রত্যাশীদের মধ্যে আনন্দঘন অনুভূতি পরিলক্ষিত হয়েছে। সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এগিয়ে যাবে এমনই প্রত্যাশা সকল পদপ্রত্যাশীর।

জানা গেছে, সম্মেলনকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সভাপতি সম্পাদক পদে মোট ৪১৬ টি জীবনবৃত্তান্ত জমা পড়েছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ৪২ জন, শের ই বাংলা এ কে ফজলুল হক হলে ৩০ জন, মতিহার হলে ২২ জন, শাহ মখদুম হলে ৩৪ জন, সৈয়দ আমীর আলী হলে ২৮ জন, লতিফ হলে ২৬ জন, জোহা হলে ২৫ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। 

আরও পড়ুন : কাল থেকে মেডিকেলের কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

এছাড়াও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ৪০ জন, মাদার বখশ হলে ৩১ জন, শহীদ হবিবুর রহমান হলে ৩৭ জন ও জিয়াউর রহমান হলে ২৮ জন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ২২ জন, মন্নুজান হলে ১৭ জন, তাপসী রাবেয়া হলে ৭ জন, রহমতুন্নেসা হলে ৮ জন, খালেদা জিয়া হলে ৯ জন তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

এ বিষয়ে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, সম্মেলনকে কেন্দ্র করে সকল ধরণের প্রস্তুতি আমাদের রয়েছে। আশা করি সুষ্ঠুভাবে সম্মেলন সম্পন্ন হবে।

এর আগে, ২০১৫ সালের ১৯ জানুয়ারি সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের ৮টি হলের কমিটি ঘোষণা করেন তৎকালীন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা ও সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব।

এরপর বর্তমান কমিটি হল কমিটি দিতে সক্ষম হননি। ২০২০ সালের ৫ ফেব্রুয়ারিতে হল সম্মেলনের উদ্যোগ নেয় বর্তমান মেয়াদ উত্তীর্ণ কমিটি। কিন্তু সম্মেলনের ঠিক দুদিন আগে তা স্থগিত করে দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence