শাবিপ্রবি পরিস্থিতির দ্রুত সমাধান চায় রাবি শিক্ষক সমিতি

২৫ জানুয়ারি ২০২২, ০৭:১৫ PM
 রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান পরিস্থিতির দ্রুত সমাধান চায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সমিতির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস ও সম্পাদক অধ্যাপক কুদরতি-ই- জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনা আমাদেরকে গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত করেছে। অনশনরত শিক্ষার্থীদের অনেকেই অসুস্থ। তাদের দাবির প্রতি আমরা সহমর্মী। শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অনশনে অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা হোক।

আরও পড়ুন: ভিসির পদত্যাগে লাভবান শিক্ষকরা, শিক্ষার্থীরা নয়

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা বিশ্বাস করতে চাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীবৃন্দ সচেতন ও বিবেকবান। তারা কোনো সুযোগ সন্ধানী কুচক্রীমহলের ক্রীড়নক হিসেবে কাজ করবে না এবং শিক্ষকদের সম্মান ও মর্যাদাকে আঘাত করে এমন কোনো কাজ অব্যাহত রাখবে না। উপাচার্যের বাসভবনের গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া শিক্ষার্থীদের আন্দোলনের অংশ হতে পারে না। আমরা এই অমানবিক তৎপরতার নিন্দা করছি।

আরও পড়ুন: শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানালেন এমপি মোকাব্বির

এছাড়া শাবিপ্রবির বর্তমান অচলাবস্থা নিরসনে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে উল্লেখ করা হয়, পরস্পরকে দোষারোপ নয় বরং আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজতে হবে। আমরা মনে করি আন্দোলনরত শিক্ষার্থীবৃন্দের প্রতিনিধিদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের আলোচনা এক্ষেত্রে একটি ইতিবাচক উদ্যোগ ছিল। সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সকলের কাছে গ্রহণযোগ্য একটি সমাধানে পৌঁছানোর ক্ষেত্রে সরকার সহযোগিতা প্রদান করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

এরআগে, আজ সকাল সাড়ে ১১টায় বিশ্বিবদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে শাবির আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নেক্কারজনক পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বামপন্থি চারজন শিক্ষক।

পে-স্কেলে ৪০ ঊর্ধ্বদের চিকিৎসা ভাতা বাড়ছে ৩৫০০ টাকা
  • ১৯ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল
  • ১৯ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ২৪ জানুয়ারি
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন
  • ১৯ জানুয়ারি ২০২৬
গণভোটের পক্ষে কাজ করতে পারবেন প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9