এখনই বন্ধ হচ্ছে না রাবি, চলমান থাকবে ক্লাস-পরীক্ষা

০৭ জানুয়ারি ২০২২, ০৮:৩০ AM
এখনই বন্ধ হচ্ছে না রাবি, চলমান থাকবে ক্লাস-পরীক্ষা

এখনই বন্ধ হচ্ছে না রাবি, চলমান থাকবে ক্লাস-পরীক্ষা © ফাইল ছবি

দেশে চলমান করোনা পরিস্থিতির ঊর্ধ্বগতির মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এখনই শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধের করতে চায় না রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাবি প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমণ হার বৃদ্ধি পাওয়ায় নতুন এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন: জাবিতে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা

তিনি বলেন, এ বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের করোনা নিয়ন্ত্রণ কমিটি ও বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসারের সঙ্গে আলোচনা করেছি। যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে আমরা ক্লাস-পরীক্ষা চালিয়ে যেতে চাই। রাবি ওমিক্রন সংক্রমণের সর্বশেষ অবস্থা বুঝে ব্যবস্থা নেবে।

এছাড়া সংক্রমণ পরিস্থিতির মাঝে সরকারের পক্ষ থেকেও যদি কোন ধরনের নির্দেশনা দেওয়া হয় পরবর্তীতে আলোচনা করে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অধ্যাপক সুলতান।

স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে রাবির উপ-উপাচার্য বলেন, অনেকের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীনতার দেখা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আরও পড়ুন: এখনও কোন সিদ্ধান্ত নেয়নি জবি: উপাচার্য

গতকাল বুধবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক সভায় বিশ্ববিদ্যালয়টির সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে শরীরে ক্লাস বন্ধ থাকলেও আবাসিক হলগুলো খোলা রয়েছে এবং চলমান পরীক্ষাগুলা চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বড় পরিসরে আইসোলেশানের কথা ভাবছে বিশ্ববিদ্যালয়টি।

জাবির ক্লাস বন্ধের সিদ্ধান্তের পর চলমান পরিস্থিতিতে ক্লাস-পরীক্ষা চালু রাখতে জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জরুরি নির্দেশনায় জানানো হয়েছে, সম্প্রতি দেশে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে মাস্ক পরিধানসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের বিশেষভাবে পরামর্শ দেয়া হয়েছে।

নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের
  • ৩০ জানুয়ারি ২০২৬
৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেই ‘দুখিনী মা’য়ের সম্মানে সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করবে জ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ…
  • ৩০ জানুয়ারি ২০২৬