চবির প্রথম শিক্ষার্থী হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দিলেন সালাহ উদ্দিন

চবির শিক্ষার্থীর মো. সালাহ উদ্দিন
চবির শিক্ষার্থীর মো. সালাহ উদ্দিন  © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে এই প্রথম কোন শিক্ষার্থী বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দেওয়ার গৌরব অর্জন করেছেন। ওই শিক্ষার্থীর নাম মো. সালাহ উদ্দিন। 

আজ সোমবার (২০ ডিসেম্বর) ‘১৬তম ফরচুন বাংলা চ্যানেল সাঁতার ২০২১’ এ কক্সবাজার জেলার টেকনাফ থেকে সেন্টমার্টিন পর্যন্ত বিস্তৃত বিশাল জলপথ সাঁতরে পার হন সালাহ উদ্দিন।  ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সটিম বাংলা যৌথভাবে এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করেছে।

আরও পড়ুন: র‌্যাগিংয়ে জড়িত শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করবে রাবি

এদিকে, একই চ্যানেল সাঁতরে সম্পন্ন করার অপেক্ষায় রয়েছেন চবির আরও ২জন শিক্ষার্থী। তারা হলেন শফিউল হাসান ও  উজ্জ্বল চৌধুরী। এই তিনজনের মধ্যে পালি বিভাগের উজ্জ্বল ছাড়া বাকি দুইজন স্পোর্টস সায়েন্স বিভাগের ছাত্র।

আয়োজকরা জানিয়েছেন, এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন মোট ৮০ জন প্রতিযোগী। এতে চবির সালাহ উদ্দিন ৫ম স্থান অর্জন করেছেন।

সকাল ১০টা ৪৫ মিনিটে সাঁতার শুরু করে দুপুর ৩টা ১৬ মিনিটে সালাহ উদ্দিন  ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এ চ্যানেলটি পাড়ি দেন। এই চ্যানেল পাড়ি দিতে তিনি সময় নিয়েছেন মোট চার ঘণ্টা ৩১ মিনিট।

আরও পড়ুন: চবিতে নানা আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

সালাহ উদ্দিনের বন্ধু মিঠুন বলেছেন, আমি সালাহ উদ্দিনের সঙ্গেই আছি। মাত্রই সাঁতার শেষ করলো সে। আমরা এখানকার রেকর্ড ঘেঁটে দেখেছি, এর আগে আর কোনো চবিয়ান বাংলা চ্যানেল পাড়ি দেননি। সালাহ উদ্দিনই প্রথম।

এছাড়া, সালাহ উদ্দিনের চেয়ে বেশি সময় নিয়ে চ্যানেল পাড়ি দিয়েছেন চবির সাবেক এক শিক্ষার্থী। তিনি পরিসংখ্যান বিভাগের ছাত্র ছিলেন।

উল্লেখ্য, জেলার টেকনাফের শাহ পরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত এই বাংলা চ্যানেলের দূরত্ব প্রায় ১৬ দশমিক ১ কিলোমিটার। এই দীর্ঘ বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার জন্য এর আগে দুই দফা বাছাই পর্বে অংশগ্রহণ করে তিনজন শিক্ষার্থী  মনোনীত হন। এরপর অবশেষে সালাহ উদ্দিন সাঁতরে এ চ্যানেল পাড়ি দেওয়ার কীর্তি গড়লেন। তবে, শেষ খবর পাওয়া পর্যন্ত চবির বাকি দুই শিক্ষার্থী এখনও তাদের সাঁতার সম্পন্ন করেননি। এই সাঁতার প্রতিযোগিতা ২০০৬ সাল থেকে আয়োজন করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence