পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী

০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৬ AM
গণঅধিকার পরিষদ নেতার জামায়াতে যোগ

গণঅধিকার পরিষদ নেতার জামায়াতে যোগ © টিডিসি ফটো

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও প্রাথমিক সদস্যসহ দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন চৌধুরী আশরাফুল বারী নোমান। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি বরাবর পাঠানো এক লিখিত পদত্যাগপত্রে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠালগ্ন থেকে একটি সুন্দর প্রতিফলন ঘটানোর লক্ষ্যে তিনি সংগঠনের সঙ্গে কাজ করে আসছিলেন। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় যুক্তিসংগত কারণেই তিনি দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও প্রাথমিক সদস্যসহ সব দলীয় পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগপত্রে তিনি দলের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

পদত্যাগের সত্যতা নিশ্চিত করে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'চৌধুরী আশরাফুল বারী নোমান দল থেকে পদত্যাগ করেছেন এবং নির্বাচন থেকেও সরে দাঁড়িয়েছেন।'

তিনি বলেন, 'চৌধুরী আশরাফুল বারী নোমান হবিগঞ্জ–৩ আসনে গণঅধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীকের প্রার্থী ছিলেন। তবে তিনি জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করার ঘোষণাও দিয়েছেন।'

হাসান আল মামুন আরও জানান, 'চৌধুরী আশরাফুল বারী নোমান দাবি করছেন—এটি তার নির্বাচনী কৌশলের অংশ।'

জামায়াতে যোগদানের বিষয়ে জানতে চাইলে গণঅধিকার পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'চৌধুরী আশরাফুল বারী নোমানের যে লক্ষ্য ছিল হয়তো তিনি সেইটা পূরণ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে।'

শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬