সর্বমিত্র চাকমা © ফাইল ছবি
গত সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মাঠে ও জিমনেসিয়ামে কিশোর ও তরুণদের লাঠি হাতে কান ধরে ওঠবস করাচ্ছেন—এমন দুটি ভিডিও পরপর দুই দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সমালোচনার মুখে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্যপদ সর্বমিত্র চাকমা।
তবে এখন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। এর কারণ হিসেবে ডাকসুর এই নেতা যুক্তি দিয়েছেন, শিক্ষার্থীরা চাচ্ছেন না তিনি পদত্যাগ করুক। তাছাড়া আরও কিছু কাজ বাকি রয়েছে তার। তিনি এসব কাজ সম্পন্ন করতে চান। আজ শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান।
এদিকে, লাঠি হাতে কান ধরে ওঠবস করার ঘটনায় ছাত্রদল ও বাম সংগঠনের নেতাকর্মীরা ডাকসু থেকে তার বহিষ্কারের দাবি তুলেছেন। এ বিষয়ে সর্বমিত্র চাকমা বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ডাকসু সভাপতি থেকে যদি তারা বহিষ্কারের চিঠি আনতে পারে, তাহলে নিয়ে আসুক। এ বিষয়ে আমি আর কিছু মন্তব্য করতে চাই না।
গঠনতন্ত্রের কোন ধারা পদত্যাগের কথা উল্লেখ আছে কিনা, এ প্রশ্নে সর্বমিত্র বলেন, পদত্যাগের বিষয়টি কোন ধারায় আছে, আমার জানা নাই।
ডাকসুর গঠনতন্ত্রের ১২ এর ‘খ ধারায় বলা হয়েছে, “কার্যনির্বাহী কমিটির কোনো সদস্য বা কোনো পদাধিকারী পদত্যাগ করলে, মৃত্যুবরণ করলে অথবা পদ থেকে অপসারিত হলে, তার অবশিষ্ট মেয়াদের জন্য এখানে নির্ধারিত প্রচলিত নির্বাচন পদ্ধতির মাধ্যমে শূন্য পদটি পূরণ করা হবে।”
গত বছরের সেপ্টেম্বরে ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হন সর্বমিত্র চাকমা। দায়িত্ব নেওয়ার পর একের পর এক ঘটনায় সমালোচনার মুখে পড়েন তিনি।
সবশেষ সম্প্রতি সমালোচনায় পড়েন বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে আসা একদল কিশোরকে কান ধরে উঠবস করিয়ে। সমালোচনার মুখে গত বুধবার (২৮ জানুয়ারি) ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন সর্বমিত্র। তবে পদত্যাগপত্র জমা দেওয়ার ব্যাপারে তিনি সেদিন তথ্য দেননি।