দেড় বছরেও চূড়ান্ত শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়নি

গণঅভ্যুত্থানে ঢাবিতে হামলা: ৪০৩ ছাত্রলীগের নেতাকর্মীর মধ্যে শোকজের জবাব ৮৩ জনের

৩১ জানুয়ারি ২০২৬, ০৬:৩১ PM , আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:৩২ PM
জুলাই গণঅভ্যুত্থানে ঢাবিতে হামলা

জুলাই গণঅভ্যুত্থানে ঢাবিতে হামলা © টিডিসি সম্পাদিত

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪০৩ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কর্তৃপক্ষ। গত বছরের নভেম্বর মাসে দেওয়ার এই শোকজের জবাব দিয়েছেন মাত্র ৮৩ নেতাকর্মী। 

আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ। সংবাদ সম্মেলনে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত প্রশাসনের উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জনসমূহ তুলে ধরা হয়।

তবে জুলাই গণঅভ্যুত্থানে হামলা দেড় বছর পেরিয়ে গেলেও জড়িতদের শাস্তির চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ডাকসু নেতারা এই ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ঢাবি প্রক্টর বলেন, মোট ৪০৩ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এরমধ্যে নোটিশের জবাব দিয়েছে ৮৩ জন। এদের কেউ লিখিতভাবে, কেউ আবার অনলাইনের মাধ্যমে জমা দিয়েছেন। এই ৮৩ জনের বর্তমান একাডেমিক অবস্থা জানার জন্য আমরা বিভাগ ও হলগুলোতে চিঠি দিয়েছি। এই চিঠিগুলো দেওয়ার উদ্দেশ্য হল, আমরা দেখতে চাই যে তিনি যে শোকজের জবাব দিয়েছেন সেটা কতটা সংগত কারণ রয়েছে। 

তিনি বলেন, গত বুধবারে আমরা তাদের তথ্য পেয়েছি। এই তথ্যগুলো নিয়ে এই সপ্তাহে সভা করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেব। এর বাইরে যারা আছে তাদেরগুলো আমরা আসন্ন শৃঙ্খলা পরিষদের সভায় উপস্থাপন করব। এরপর সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার প্রেক্ষিতে গঠিত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রাথমিকভাবে ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। পরবর্তীতে অধিকতর তদন্তের জন্য গঠিত কমিটির দ্বিতীয় সভায় ১২৮ জনসহ মোট ৪০৩ শিক্ষার্থীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।

গত নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের জারি করা শোকজ নোটিশে বলা হয়েছিল, এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—সে বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশের সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব প্রক্টর অফিসে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী একতরফা ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের যোগ্যতায় কড়াকড়ি, নির্দিষ্ট অভিজ্ঞ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে যে ভূমিকায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদ্মায় গোসলে নেমে নিখোঁজ মেরিনের শিক্ষার্থী
  • ৩১ জানুয়ারি ২০২৬