চবিতে হল ও পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত

চবিতে হল ও পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত
চবিতে হল ও পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত  © টিডিসি ফটো

করোনাকালের হল ও পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সিদ্ধান্ত অনুযায়ী ২০২০ সালের ১৮ মার্চ থেকে ২০২১ সালে বিশ্ববিদ্যালয় বন্ধকালীন সময় পর্যন্ত পরিবহন, বাসন-কোসন ও আবাসিক হলের সিট ভাড়া খাতে নির্ধারিত ফি মওকুফ করা হবে।

যে সকল শিক্ষার্থীর কাছ থেকে ইতোমধ্যে ফি আদায় করা হয়েছে তাদের পরিশোধকৃত অর্থ সমন্বয় করে ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে বর্তমান মহামারির সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় এবং বিভিন্ন বর্ষে ভর্তির সময় তাদের নিকট থেকে বিভিন্ন ফি আদায়ের বিষয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে। সেই প্রেক্ষিতে ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ২৭ জুন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স কমিটি ও সিন্ডিকেটের ৫৭তম যৌথ সভায় ২০২০-২১ শিক্ষাবর্ষ উল্লেখ করে আবাসন ও পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী বেশিরভাগ শিক্ষার্থী চলতি বছরেই এই মওকুফের আওতাভুক্ত হতে পারবেন না। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত ব্যাপক সমালোচিত হওয়ার পর অবশেষে হল ও পরিবহন ফি মওকুফের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।


সর্বশেষ সংবাদ