চবিতে অনলাইনে পরীক্ষার সুযোগ নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © লোগো

করোনার ঊর্ধ্বগতির কারণে সশরীরে নেওয়া চলমান পরীক্ষা স্থগিত করেছে কয়েকটি বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও যেকোনো মুহূর্তে চলমান পরীক্ষা স্থগিত করতে পারে। তবে অনলাইনে পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই।

শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে এসব কথা বলেন। তিনি বলেন, করোনা পরিস্থিতির ফের অবনতির বিষয়টি নিয়ে আমরা ভাবছি। আজ সকালেও উপাচার্যের সঙ্গে আলাপ করেছি। আমরা সজাগ রয়েছি। আমরা নোটিশ দিয়ে সবকিছু জানিয়ে দেব। 

উল্লেখ্য, গত ১০ জুন থেকে স্থগিত পরীক্ষাগুলো সশরীরে নেওয়া শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে আবাসিক হল বন্ধ রেখে স্থগিত পরীক্ষা ছাড়াও নিয়মিত অন্যান্য বর্ষের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে বিভিন্ন বিভাগ পরীক্ষার রুটিনও প্রকাশ করে।


সর্বশেষ সংবাদ