ছাত্রদলের বিরুদ্ধে ‘মব মিছিল’, প্রতিবাদে ‘কমল একাডেমিয়া’ চালু করলেন হামিম

২৫ জানুয়ারি ২০২৬, ০২:০৫ PM , আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬, ০২:০৬ PM
শেখ তানভীর বারী হামিম

শেখ তানভীর বারী হামিম © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদল কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে গতকাল রাতে মিছিল করেছিলেন শিক্ষার্থীদের একটি অংশ। অন্যদিকে, এ মিছিলের বিরুদ্ধে অবস্থান নিয়ে কিছু পদক্ষেপ নিয়েছে ছাত্রদল। এরই মধ্যে শিক্ষার্থীদের মিছিলকে ‘মব মিছিল’ বলে আখ্যায়িত করেছেন বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও গত ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম।

তার ভাষ্য, ছাত্রদলের বিরুদ্ধে কুৎসা রটিয়ে মিছিলে যে স্লোগান দেওয়া হয়েছে, সেটির প্রতিবাদে তিনি লাঠি তুলে নেবেন না। সেটির প্রতিবাদে তিনি এইচএসসি পাশ করা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কমল অ্যাকাডেমিয়ার উদ্বোধন করেছেন।

রবিবার (২৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানান। 

ফেসবুক পোস্টে হামিম লেখেন, ডাকসু ও শিবিরের আজকে রাতের মব মিছিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজপথে মিছিল করেছে কিছু শিক্ষার্থী। যারা মব শিখিয়েছিলো, তারাও আজ প্রতিবাদী মবের শিকার। পৃথিবীটা এমনই। যাহোক, ছাত্রদলের বিরুদ্ধে কুৎসা রটিয়ে যে শ্লোগান দিয়েছে মোসাদ্দেকসহ গুটি কয়েক শিবির নেতা, তাদের প্রতিবাদ জানাতে আমি বা আমরা লাঠি তুলে নিবোনা কিংবা করবোনা ঝগড়া, দিবোনা পাতানো ফাঁদে পা। ওরা করবে অপরাজনীতি। ওদের প্রতিটি অপরাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের সংগ্রাম চলবে শিক্ষার্থী কল‍্যাণমূলক রাজনীতির মাধ‍্যমে।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার পথকে সুগম করছেন এবং শহীদ ওসমান হাদী যেভাবে বলেছিলেন, কারো বিরুদ্ধে প্রতিবাদ করতে হলে প্রতিষ্ঠান তৈরি করতে হবে। আমি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কিছু ছোটভাই মিলে আজ কমল অ্যাকাডেমিয়ার উদ্বোধন ঘোষণা করলাম।

কমল অ্যাকাডেমিয়ার কাজ সম্পর্কে তিনি বলেন, এ প্লাটফর্মটি এইচএসসি ২০২৬ এর শিক্ষার্থীদের ফ্রী এ‍্যাডমিশনের প্রস্তুতি গ্রহণ করাতে সহযোগিতা করবে। বিনা মূল‍্যে এইচএসসি শিক্ষার্থীরা তাদের পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস এখানে করবে।

সবশেষে হামিম বলেন, আমার বিশ্বাস- এই শিক্ষার্থীরা ঢাবিতে এসে কোন মববাজি করবেনা। বরং সৃষ্টি করবে আরো প্লাটফর্ম যা মানুষের মনোজগৎকে করবে পরিশীলিত ও সহনশীল।

 

বিসিবির অর্থ কমিটির দায়িত্বে ফিরলেন নাজমুল ইসলাম
  • ২৫ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রথম বরিশাল জিলা স্কুলের নাফিস
  • ২৫ জানুয়ারি ২০২৬
নিয়োগ বোর্ড স্থগিতের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ ও অবস্থান কর্ম…
  • ২৫ জানুয়ারি ২০২৬
বাবা-ছেলের দ্বন্দ্বে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে উত্তেজনা, বন্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়া নিয়ে যা বলছে …
  • ২৫ জানুয়ারি ২০২৬
ফেনীতে তারেক রহমানের জনসভাস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
  • ২৫ জানুয়ারি ২০২৬