কবি জসীম উদ্দীন হলে জিমনেসিয়াম উদ্বোধন © সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এবং নব-স্থাপিত জিমনেসিয়াম কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় হল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং কবি জসীম উদ্দীন হল সংসদের সহ-সভাপতি মুহাম্মদ ওসমান গনী। অনুষ্ঠানে হলের আবাসিক ও সহকারী আবাসিক শিক্ষক, হল সংসদের জিএসসহ অন্যান্য প্রতিনিধিসহ, বিপুল সংখ্যক শিক্ষার্থী, হলের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. মামুন আহমেদ বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারম ও দাবা ইভেন্টের উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি হল প্রশাসনের নিজস্ব অর্থায়নে নব-স্থাপিত জিমনেশিয়াম, গেস্ট রুমের সৌন্দর্যবর্ধন কার্যক্রম এবং নতুন সোফাসেট সরবরাহ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি হলের সার্বিক ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ খেলাধুলায় শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে প্রশংসা করেন। শিক্ষার্থীগণ বিশ্ববিদ্যালয়ে নিয়মকানুন যথাযথভাবে মেনে চলে বিশ্ববিদ্যালয়ে দায়িত্বশীল আচরণ করায় তাদেরকে ধন্যবাদ দেন। পাশাপাশি কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা ঐতিহ্যগতভাবেই পড়ালেখা, খেলাধুলা, রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে যে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন তার ভূয়সী প্রশংসা করেন। তাদেরকে শরীরচর্চায় সময় দিয়ে স্বাস্থ্য সুরক্ষা ও ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা বজায় রাখার জন্য উৎসাহিত করেন।
হল সংসদের সহ-সভাপতি মুহাম্মদ ওসমান গনী তার বক্তব্যে শিক্ষার্থীদের জন্য হল প্রশাসন ও সংসদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং লেখাপড়ার পাশাপাশি সহ-শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম শাহীন খান বলেন, অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, দলগত চেতনা, প্রতিযোগিতামূলক মনোভাব এবং সৃজনশীল উদ্যম বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে এই জিমনেসিয়াম কার্যক্রম শিক্ষার্থীদের সুস্থ জীবনধারা গঠনে উল্লেখযোগ্য অবদান রাখবে।
তিনি আরও বলেন, এ কাজে সহায়তা করার জন্য হলের আবাসিক ও সহকারী আবাসিক শিক্ষক, হল সংসদের নির্বাচিত প্রতিনিধি, শিক্ষার্থীও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করছি।