বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক, জাবিতে সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। তার মৃত্যুতে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাবির সকল প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

‎মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।‎

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গভীরভাবে শোকাহত । একই সঙ্গে মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।‎

আরও পড়ুন : স্থগিত হচ্ছে জকসু ও হল সংসদ নির্বাচন

‎বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার প্রশাসনিক ও বিভাগীয় সভা স্থগিত থাকবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা আজকের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

‎এছাড়া বেগম জিয়ার মৃত্যতে বিশ্বিবদ্যালয়ের সকল অংশীজন স্ব-উদ্যোগে কালো ব্যাচ ধারণ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!