ঢাবির ভর্তি পরীক্ষার জন্য এগিয়ে আনা হল তারেক রহমানের সূচি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান  © টিডিসি সম্পাদিত

আগামীকাল শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রায় একই সময়ে সদ্য দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের কর্মসূচিও রয়েছে। ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ দুটি কর্মসূচি একইদিনে এবং কাছাকাছি সময়ে হওয়াতে তারেক রহমানের সূচি এগিয়ে আনা হয়েছে।

এদিন বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার প্রাঙ্গণে ‘জুলাই আন্দোলনের অন্যতম সৈনিক’ ইনকিলাব মঞ্চ মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই কর্মসূচির কথা নিশ্চিত করেছে।

এদিকে, আগামীকাল শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে গত বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরে বিমানবন্দর থেকে রাজধানীর তিনশ ফিট এলাকায় গণসংবর্ধনায় অংশ নিয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ম্যাডামকে (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া) দেখতে যাবেন। সেখান থেকে তিনি গুলশান এভিনিউয়ের বাসায় ফিরবেন। পরদিন শুক্রবার বাদ জুমা শেরেবাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাভারে মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন। পরদিন ভোটার ও নিজের এনআইডির জন্য নির্বাচন কমিশনে যাবেন। এরপর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাবেন। এ সময় তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এসব কর্মসূচি পরবর্তীতে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।

এদিকে, আজ শুক্রবাররাতে বিএনপির মিডিয়া সেল থেকে শনিবারের কর্মসূচি গণমাধ্যমের কাছে পাঠানো হয়েছে। এতে দেখা যায়, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সকল সদস্যসহ সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন বেলা ১১টায়। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ভোটার হবেন এবং নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশন করতে যাবেন। তারপর জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে শ্যামলীতে যাবেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল)।

যদিও এর আগে গতকাল রাতে ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ দুটি কর্মসূচি একইদিনে এবং কাছাকাছি সময়ে হওয়াতে তারেক রহমানের সূচিতে পরিবর্তন হওয়ার আভাস দিয়েছিলেন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেজন্য সকাল ১১টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের জন্য আসতে অনুরোধ করা হয়েছে। বিষয়টি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

‘আমাদের টার্গেট থাকবে বেলা ১২টার মধ্যে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের সূচিটি সম্পন্ন করা। এরপর সেটি শেষ হলে দুপুরের পর ভর্তি পরীক্ষা নিতে কোনো সমস্যা হবে না।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!