ঢাবির তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ PM , আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটি আগামী ২০২৬ থেকে ২০২৭ সাল পর্যন্ত কাজ করবে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে এসোসিয়েশনের প্রথম সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি হিসেবে র্নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত জেলা জজ ড. মো. ফজলে এলাহী ভূইয়া ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাবির তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান।
৩৫ সদস্য বিশিষ্ট কমিটিতে নির্বাচিত বাকিরা হলেন, সহ-সভাপতি পদে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের লাইব্রেরিয়ান (অব.) ড. মোহাম্মদ হোচ্ছাম হায়দার চৌধুরী, খুলনা খাঁন বাহাদুর আহসানউল্লাহ ইউনিভার্সিটির অধ্যাপক ও ডিন (অব.) ড. মো. মোহাফিজুর রহমান ও ঢাবির তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান ড. মো. আনোয়ারুল ইসলাম ও বাংলাদেশ ক্যাডেট একাডেমির পরিচালক মো. মাহবুব আরেফিন।
অর্থ সম্পাদক পদে ঢাবির তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মামুন মোস্তফা ও সহ অর্থ সম্পাদক পদে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সিদ্দীক আজাদ। দপ্তর সম্পাদক পদে ঢাবির তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ল্যাব ইন্সট্রাক্টর মো. জয়নাল আবেদীন ও সহ দপ্তর সম্পাদক মো. লিটন আলী।
সাংগঠনিক সম্পাদক পদে এ, কে, এম, নুরুল আলম (অপু) ও সহ-সাংগঠনিক সম্পাদক পদে রোকন মাহমুদ (রুপ)। তথ্য ও যোগাযোগ ব্যবস্থাপনা সম্পাদক পদে তোহুর আহমেদ ও সহ তথ্য ও যোগাযোগ ব্যবস্থাপনা সম্পাদক পদে মো. মুবাশ্বির আহসান। ক্রীড়া, সংস্কৃতি ও সাহিত্য সম্পাদক পদে আবুল কালাম আজাদ ও সহ ক্রীড়া, সংস্কৃতি ও সাহিত্য সম্পাদক পদে খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ। গবেষণা ও উন্নয়ন সম্পাদক পদে ঢাবির তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম ও সহ গবেষণা ও উন্নয়ন সম্পাদক পদে সৈয়দা মুক্তা বেগম।
এছাড়া ১৪টি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন যথাক্রমে, ঢাবির তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অনারারি অধ্যাপক ড. এস এম মান্নান, এ. কে. এস. মফিজুর রহমান, মো. মনিরুজ্জামান, বিপিন বিহারী কর্মকার, এ. কে. এম আব্দুল আওয়াল, হাজেরা রহমান, আবু মো. হান্নান মিয়া, লালমাটিয়া সরকারি মহিলা কলেজের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. কিলকিস বেগম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শরীফুল ইসলাম, পুলিশের এডিসি আবু সাঈদ (শামীম), ড. সাবরিনা আক্তার, ঢাবির তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এস এম জাবেদ আহমেদ, মোহাম্মদ হামিদুর রহমান (তুষার) ও শশাংক কুমার সিংহ।
এদিকে, অনুষ্ঠানে বিভাগের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ৫ জন শিক্ষার্থীকে ১ লাখ ৫০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থী এককালীন ৩০ হাজার টাকা করে বৃত্তি লাভ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র- ছাত্রীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- সুমাইয়া আক্তার সুমি, ফারিহা তাসনিম আরবী, মো. রায়হান রাকিব, জান্নাতী আক্তার এবং স্বচ্ছ দে।
তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অনারারি অধ্যাপক ড. এস এম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান রায়হান অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো- ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বৃত্তি প্রদানের জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, সামাজিক প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বদা অ্যালামনাইদের সঙ্গে কাজ করতে আগ্রহী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে এগিয়ে আসার জন্য তিনি অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।